ওয়েব ডেস্ক: নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীদের জন্য এক অনন্য প্রয়াস-ফিফ‌থ নোট। সঙ্গীত জগতের বিশিষ্টদের এই অভিনব প্রচেষ্টা এই প্রজন্মের শিল্পীদের জন্য পথের দিশারি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সঙ্গীত এক বিরাট অধ্যায়। এখন আর শুধুই প্রাচীন পন্থা অবলম্বন করে সঙ্গীত শিক্ষাই নয়, সঙ্গীত পরিবেশনার সঠিক পদ্ধতিটা জানাও অত্যন্ত প্রয়োজনীয়।একছাদের তলায় এবার সব কিছুই পাবেন নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীরা।তাঁদের  জন্য এক অনন্য প্রয়াস নিয়ে হাজির ফিফ্‍থ নোট।


এই ট্রেনিং ক্লাসের আনুষ্ঠানিক প্রকাশে হাজির ছিলেন সঙ্গীত জগতের বিশিষ্টরা।হরিহরণ, তন্ময় বোস, রশিদ খান, সকলেই জানালেন তাঁদের ভাবনার কথা। জনসমক্ষে গান পরিবেশন, সাউন্ড চেক, আলোর খেলা, সাক্ষাতকার দেওয়া, সবকিছুই শেখা যাবে এই ট্রেনিং স্কুলে।নতুন প্রতিভাদের জন্য এ এক অনন্য প্রয়াস।