নিজস্ব প্রতিবেদন: পরিচালক তথা প্রযোজক জে ওম প্রকাশ আর নেই। বুধবার, সকালে বলিউড তথা হৃত্বিক রোশনের পরিবারের কাছে এখবরটা কিছুটা আকষ্মিকই ছিল। মা পিঙ্কি রোশনের বাবা অর্থাৎ দাদু জে এম প্রকাশের ভীষণই আদরের ছিলেন হৃত্বিক। দাদুর মৃত্যুটা তাই তাঁর কাছে ভীষণই বেদনাদায়ক। খবরটা শোনা মাত্রই হৃত্বিক সোজা পৌঁছে যান দাদুর বাড়িতে। তাঁর সঙ্গে পৌঁছোন প্রাক্তন স্ত্রী সুজান খান ও তাঁদের দুই ছেলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিচালক তথা প্রযোজক জে ওম প্রকাশকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছোন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, জীতেন্দ্র  সহ বলিউডের বেশকিছু তারকারা। দাদুর মরদেহ কাঁধে নিয়ে হাঁটতে দেখা যায় হৃত্বিককে।


আরও পড়ুন-যৌন হেনস্থায় অভিযুক্ত? কড়া পদক্ষেপ নিলেন দীপিকা







পরিচালক ও প্রযোজক হিসাবে 'আপকি কসম', 'আখির কৌন', 'আপনা বনা লো', 'আপনপন', 'আশা', 'অর্পণ', সহ বহু ছবি বানিয়েছিলেন জে ওম প্রকাশ।


আরও পড়ুন- ডেঙ্গিতে আক্রান্ত জয়া আহসান?