নিজস্ব প্রতিনিধি : রুদালি, চিঙ্গারি, এক পল, দামন। একের পর এক হিট সিনেমা। বরাবর বিভিন্ন আঙ্গিকে নিজের সিনেমা নির্মানের মাধ্যমে মহিলাদের কথা তুলে ধরতেন যিনি, সেই কল্পনা লাজমি চলে গেলেন। তৈরি হল এক বড় শূন্যস্থান। অনেকেই প্রশ্ন করছেন, সিনেমার মাধ্যমে এবার থেকে মেয়েদের কথা কে তুলে ধরবেন!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  অস্কারে গেল 'ভিলেজ রকস্টার'


কিংবদন্তি অসমিয়া সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার দ্বিতীয় পক্ষের স্ত্রী কল্পনা দীর্ঘদিন ধরে কিডনির ক্যান্সারে ভুগছিলেন। বয়স হয়েছিল ৬১ বছর। বছর ২৫ আগে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগালের সহকারী পরিচালক হিসাবে সিনেমা জগতে পা রেখেছিলেন কল্পনা। তার পর থেকে একের পর এক সিনেমা নির্মানে নিজের জাত চিনিয়েছিলেন তিনি।


আরও পড়ুন-  বোন অংশুলা হাসপাতালে ভর্তি, কঠিন সময়ে মায়ের স্মৃতিচারণায় অর্জুন


ক্যান্সার ধরা পড়ার পর থেকে কল্পনার পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের বহু প্রথম সারির নায়ক-নায়িকারা। আমির খান, সলমান খান, করন জোহর, আলিয়া ভাট, সোনি রাজদান, নীনা গুপ্তার মতো তারকারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। কিন্তু শেষমেশ জীবনযুদ্ধে হেরে গেলেন কল্পনা। রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ মারা যান তিনি।