নিজস্ব প্রতিবেদন: শ্যাম বেনেগালের সহকারী পরিচালক হিসাবে বলিউডে পা রেখেছিলেন। তারপর 'রুদালি', 'চিঙ্গারি', 'এক পল এক দামন'-এর মতো একের পর এক সিনেমায় নিজের জাত চিনিয়েছিলেন কল্পনা।  খ্যতনামা এই পরিচালক দীর্ঘদিন ধরে কিডনি ক্যানসারে ভুগছিলেন। রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খ্যাতনামা পরিচালক কল্পনা লাজমি। তাঁর মৃত্যু বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার মুম্বইয়ের আশিয়াড়ায় কল্পনা লাজমিকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন শ্যাম বেনেগাল, সোনি রাজদান, মহেশ ভাট, শাবানা আজমি, নন্দিতা দাসের মতো বহু খ্যতনামা ব্যক্তিত্ব। মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদানের ভীষণই কাছের বন্ধু ছিলেন, তাই তাঁকে শেষ বিদায় জানাতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। বুকের মধ্যে একরাশ মন খারাপের বোঝা নিয়ে কল্পনাকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন তাঁর রুদালির নায়িকা শাবানা আজমিও। ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানালেন শ্যাম বেনেগাল।


আরও পড়ুন-আর কে স্টুডিওর গণপতি বিসর্জনের শোভযাত্রা, নেতৃত্বে রণবীর













আরও পড়ুন-মুকেশ আম্বানির হাত ধরে বাগদানের অনুষ্ঠানে এলেন মেয়ে ইশা


প্রসঙ্গত, সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকার দ্বিতীয় স্ত্রী ছিলেন কল্পনা লাজমি। সঙ্গীত শিল্পীকে নিয়ে একটি বইও লিখেছিলেন কল্পনা, নাম ভূপেন হাজারিকা : অ্যাজ আই নিউ হিম ("Bhupen Hazarika: As I Knew Him", on Hazarika) এবছরই গত ৮ সেপ্টেম্বর কলকাতা থেকে প্রকাশিত হয় বইটি।