অসুস্থ পরিচালক মণিরত্নম, নিয়ে যাওয়া হল হাসপাতালে
![অসুস্থ পরিচালক মণিরত্নম, নিয়ে যাওয়া হল হাসপাতালে অসুস্থ পরিচালক মণিরত্নম, নিয়ে যাওয়া হল হাসপাতালে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_500x286/public/2019/06/17/197378-sara-saif34.jpg?itok=xkV3G7Ji)
পরিচালকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই চিন্তিত হয়ে পড়েন সিনেমাপ্রেমী থেকে চলচ্চিত্র মহল।
নিজস্ব প্রতিবেদন: অসুস্থ খ্যতনামা পরিচালন মণিরত্নম। সোমবার বুকে ব্যাথা নিয়ে চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালককে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচালকের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই চিন্তিত হয়ে পড়েন সিনেমাপ্রেমী থেকে চলচ্চিত্র মহল। পরে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পিআরও নিখিল মুরুগান জানান, রুটিন চেকআপের জন্যই পরিচালককে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছিল, তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যেই আবারও কাজেও ফিরেছেন।
আরও পড়ুন-বাবার সঙ্গে ছেলেবেলার কিছু মুহূ্র্ত শেয়ার করলেন সইফ কন্যা সারা
তবে এর আগেও বুকে ব্যাথা নিয়ে একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছে পরিচালক মণিরত্নমকে। গত বছর জুলাই মাসেই পরিচালক বুকে ব্যাথা নিয়ে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০০৪ সালে 'যুবা' (রানি-অভিষেক অভিনীত) ও ২০০৯ সালে 'রাবণ' (ঐশ্বর্য অভিনীত) ছবির শ্যুটিংয়ের সময়ও হৃদযন্ত্রের সমস্যার কারণে মণিরত্নমকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
প্রসঙ্গত, এই মুহূর্তে তামিল ভাষায় লেখা উপন্যাস পন্নিইন সেলভান অবলম্বনে অবলম্বনে তৈরি হতে চলা একটি ছবির কাজ ব্যস্ত রয়েছেন পরিচালক। এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে।
আরও পড়ুন-সন্তানের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন প্রিন্স হ্যারি ও মেগান মর্কেল