নিজস্ব প্রতিবেদন : ​বাড়ির দুর্গা পুজোর ভিডিয়ো শেয়ার করলেন অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল হ্যান্ডেলেই পৈতৃক বাড়ির দুর্গা পুজোর ছবি এবং ভিডিয়ো শেয়ার করেন 'ফিরকি'-র লক্ষ্মী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জি ২৪ ঘণ্টা-র সঙ্গে কথা বলতে গিয়ে সম্প্রতি আর্যা জানিয়েছিলেন, পুজোর কটাদিন নিজের পৈতৃক বাড়িতে কাটাবেন তিনি। যেমন কথা তেমনি কাজ। পুজোর আগেই হুগলীর বৈঁচিতে নিজের বাড়িতে চলে যান পর্দার লক্ষ্মী। এরপর সপ্তমীর সকালে পুজোর ভিডিয়ো শেয়ার করেন আর্যা।


https://www.facebook.com/aarja.banerjee.1/videos/200387511486000/


ফিরকি-তে লক্ষ্মীর চরিত্রে অভিনয় করে এক অন্যধারার জনপ্রিয়তা পেয়েছেন আর্যা বন্দ্যোপাধ্যায়। বাংলা ধারাবাহিকে ফিরকি দিয়েই প্রথম হাতেখড়ি আর্যার। এর আগে থিয়েটা, মডেলিং-সহ দক্ষিণী ছবিতে অভিনয় করলেও টেলিভিশনের পর্দায় এই প্রথম। ফলে ফিরকিতে অভিনয়ের মাধ্যমে তিনি যে এক নতুন পরিচয় খুঁজে পেয়েছেন, তা স্পষ্ট করে দেন আর্যা। পাশাপাশি লক্ষ্মীর চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি যেভাবে দর্শকদের ভালবাসা পেতে শুরু করেছেন, তার জেরে অপ্লুত বলেও জানান আর্যা।