ওয়েব ডেস্ক : কপি.. কপি.. কপি ?এতদিন জানা ছিল পাশ্চাত্য সঙ্গীতে ‘অনুপ্রেরণা’ খোঁজেন বলিউডের সঙ্গীত পরিচালকরা। কিন্তু এবার আর ‘অনুপ্রেরণা’ শুধু গানে নয়, তা এবার কোরিওগ্রাফিতেও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সদ্য মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফ ও আদিত্য রয় কাপুর অভিনীত “ফিতুর”। ছবি মুক্তির আগেই হিট “ফিতুর”-এ ক্যাটরিনা ও আদিত্য-র “পশমিনা”য় মোড়া রোম্যান্স। এদিকে টিনসেল টাউনে এখন জোর খবর, ক্যাট সুন্দরীর “পশমিনা” নাকি টোকা! “পশমিনা”য় ক্যাটের কস্টিউম থেকে অ্যাম্বিয়েন্স সজ্জা, এমনকী আদিত্যর সঙ্গে স্টেপিংস! সবই নাকি টুকে পাশ করা!


এখন প্রশ্ন, কোথা থেকে টুকলেন কোরিওগ্রাফার? এড শিরানের “থিঙ্কিং আউট লাউড” নিশ্চয় শুনেছেন? ২০১৬-র সং অফ দ্য ইয়ার গ্র্যামি পুরস্কার প্রাপ্ত এড শিরানের বিখ্যাত কোরিওগ্রাফি। যদি এখনও শুনে না থাকেন, তবে এখনই দেখে ও শুনে নিন।


আমরা আপনাদের দুটোই দেখালাম। বিচার এবার আপনাদের হাতে। যদিও টোকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন “পশমিনা”-র কোরিওগ্রাফার।