ওয়েব ডেস্ক: দেশে নিষিদ্ধ তথ্যচিত্র ইন্ডিয়া'স ডটার তথ্যচিত্র ভারতে দেখনোর আবেদন জানালেন অভিনেত্রী ফ্রিডা পিন্টো। ভারতে ছবি নিষিদ্ধ হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্ডিয়া'স ডটারের প্রেমিয়ারে ছিল তারকা সমাবেশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের বারুচ কলেজে তথ্যচিত্রের প্রেমিয়ারে ছবি দেখার পর উচ্ছ্বসিত ফ্রিডা বলেন, "এই ছবি অবশ্যই ভারতের দেখা উচিত্‍। এটা কোনও 'ভারতের লজ্জা' তথ্যচিত্র নয়।" উপস্থিত ছিলেন অস্কার জয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপও। প্রেমিয়ারে নির্ভয়ার স্মৃতির উদ্দেশ্যে ১২টি মোমবাতিও জালান মেরিল।


২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লির চলন্ত বাসে গণ ধর্ষণের ঘটনা নিয়ে ছবি ইন্ডিয়া'স ডটার। লেসলি উডউইন পরিচালিত তথ্যচিত্র ভারত নিষিদ্ধ ঘোষণা করার আগেই ভাইরাল হয়েছিল ইউটিউবে।