নিজস্ব প্রতিবেদন: অক্ষয় কুমারের মতো স্টান্ট করতে পারেন এমন অভিনেতা বোধহয় বলিউডে খুব কমই আছেন। তিনি শুধু ভালো অভিনেতাই নন। ফিটনেসের ব্যাপারেও তাঁর জুড়ি মেলা ভার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তাইকোন্ডোর ব্ল্যাক বেল্ট তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অক্ষয়ের স্টান্টের একটি বিশেষ ভিডিয়ো। যেখানে ৫১ বছর বয়সী অভিনেতার ফিটনেস দেখলে আপনি তাজ্জব হবেন। ভিডিয়োতে পায়ের এক আঘাতে একটি কাঁচের বোতলের ঢাকা খুলে ফেলতে দেখা যাচ্ছে আক্কিকে।


আরও পড়ুন-জুয়াচক্র চালানোর অভিযোগে গ্রেফাতার ভাগ্যশ্রীর স্বামী



এর আগে হলিউডের জেসন স্টেথাম, জন মায়ারকে এধরনের স্টান্ট করতে দেখা গিয়েছিল। এবার সেই স্টান্টই করে দেখালেন বলিউডের সুপারস্টার। 



প্রসঙ্গত, খুব শীঘ্রই 'গুড নিউজ' ছবিতে করিনা কাপুর খানের বিপরীতে দেখা যাবে আক্কিকে।


আরও পড়ুন-'জাজমেন্টাল হ্যায় কেয়া'র ট্রেলারে 'সন্দেহভাজন' কঙ্গনা-রাজকুমার!