২০১৮-য় সম্প্রচারিত হবে না `গেম অফ থ্রোনস`-এর নতুন সিজন, জানিয়ে দিল HBO
তবে ২০১৯ সালের কোন মাসে তা দেখানো হবে সে নিয়ে মুখ খোলেনি তারা। সংস্থার তরফে জানানো হয়েছে, অন্যান্য বছরের তুলনায় ২০১৭-য় ``গেম অফ থ্রোনস`` -এর সম্প্রচার দেরিতে শুরু হয়েছে। অন্যান্য বছর এপ্রিল থেকে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হলেও ২০১৭-য় শুরু হয়েছে জুলাই থেকে। কারণ, ধারাবাহিকের অনেক পর্বের শ্যুটিং হয়েছে জমাট বরফে। ফলে শ্যুটিং শেষ করতে সময় লেগেছে প্রযোজকদের।
ওয়েব ডেস্ক: ''গেম অফ থ্রোনস''-এর ভক্তদের জন্য খারাপ খবর। ২০১৮ সালে দেখা যাবে না ধারাবাহিকের কোনও সিজন। অষ্টম তথা শেষ সিজন দেখা যাবে ২০১৯-এ। সম্প্রতি প্রযোজনা সংস্থা এইচবিও-র তরফে একথা জানানো হয়েছে।
আরও পড়ুন - বিপণি বিতান কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ বিউটি মালিকের বিরুদ্ধে
২০১৭ সালের জুলাই থেকে দেখানো হয়েছিল ''গেম অফ থ্রোনস''-এর সপ্তম সিজন। অষ্টম সিজন দেখার জন্য মুখিয়ে বসে আছেন বিশ্বজোড়া কয়েক কোটি ফ্যান। সম্প্রতি এক ব্লগ পোস্টে এইচবিওর তরফে লেখা হয়েছে, গেম অফ থ্রোনসের অষ্টম ও শেষ সিজন সম্প্রচারিত হবে ২০১৯ সালে।
তবে ২০১৯ সালের কোন মাসে তা দেখানো হবে সে নিয়ে মুখ খোলেনি তারা। সংস্থার তরফে জানানো হয়েছে, অন্যান্য বছরের তুলনায় ২০১৭-য় ''গেম অফ থ্রোনস'' -এর সম্প্রচার দেরিতে শুরু হয়েছে। অন্যান্য বছর এপ্রিল থেকে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হলেও ২০১৭-য় শুরু হয়েছে জুলাই থেকে। কারণ, ধারাবাহিকের অনেক পর্বের শ্যুটিং হয়েছে জমাট বরফে। ফলে শ্যুটিং শেষ করতে সময় লেগেছে প্রযোজকদের।
সপ্তম সিজনেই ধারাবাহিকের বেশ কয়েকটি রহস্যের পরত খুলতে শুরু করেছে। শেষ সিজনে তার সম্পূর্ণ হদিশ মিলবে বলে আশাবাদী ''গেম অফ থ্রোনস'-এর দর্শকরা।