নিজস্ব প্রতিবেদন: বাবা জাফর আহমেদ খানের শেষকৃত্যে হাজির গওহর খান (Gauahar Khan)। বাবার শেষ যাত্রায় সাদা পোশাক পরে হাজির হন অভিনেত্রী (Actor)। পরিবারের মানুষের সঙ্গেই বাবার শেষকৃত্যে হাজির হন গওহর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখুন ছবি...



শুক্রবার সকালে মৃত্যু হয় গওহর খানের বাবা জাফর আহমেদ খানের। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন গওহর খানের বাবা। বেশ কয়েকদিন ধরে অসুস্থ থাকার পর অবশেষ আজ সকালে মৃত্যু হয় গওহরের বাবার। অভিনেত্রীর বাবার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন বি টাউনের (Bollywood) একাধিক তারকা। বাবার মৃত্যুর পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের (Instagram) প্রোফাইলের ছবি পালটে দেন গওহর খান। জ্বলন্ত মোমবাতির ছবি শেয়ার করেন গওহর। যদিও বাবার মৃত্যুর পর এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করতে শোনা যায়নি গওহর খানকে।


আরও পড়ুন : বিয়ের রেশ কাটতে না কাটতেই খারাপ খবর Gauahar-র বাড়িতে


সম্প্রতি ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন গওহর। বয়সে ছোট জায়েদের সঙ্গে গওহর কীভাবে বিয়ের পিঁড়িতে বসছেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকে। এমনকী জয়েদের চেয়ে গওহর ১২ বছরের বড় বলে অনেকে দাবি করেন। যার উত্তরে কার্যত ক্ষেপে যান গওহর। তিনি বলেন, জয়েদ দরবার তাঁর তুলনায় ছোট ঠিকই কিন্তু বয়সের ফারাটকা মোটেই ১২ বছরের নয়।