সংবাদ সংস্থা : শাহরুখ খানের জন্মদিনে এবার সমালচনার মুখে পড়তে হল গৌরী খানকে। নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়লেন বলিউড বাদশার স্ত্রী। কিন্তু, কেন জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : ওজন নিয়ে ঐশ্বর্যর বিরুদ্ধে 'নোংরা' মন্তব্য, কষ্ট দিয়েছে, বললেন অভিষেক 


শাহরুখ খানের জন্মদিন যেমন ছিল তারকাখচিত, তেমনি ওই পার্টিতে সেলেবদের পোশাকের বাহারও দেখা যায়। অন্য সেলেবদের পাশাপাশি গৌরি খানও লাগছিল বেশ। কিন্তু, গৌরী নিজের পোশাক নিয়েই আক্রমণের মুখে পড়েন। নেটিজেনদের একাংশ দাবি করেন, আপনার যেমন বয়স সেই অনুযায়ী পোশাক বেছে পরুন। একজন সুপারস্টারের স্ত্রী হিসেবে যে সম্মান আপনি পান, তা বজায় রাখার চেষ্টা করুন। আপনাকে দেখেই সুহানা শিখবেন বলেও তাঁদের তরফে কিং খানের স্ত্রীর বিরুদ্ধে জোর সমালোচনা করা হয়।



যদিও নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েও এবিষয়ে কোনও পাল্টা মন্তব্য করেননি শাহরুখ কিংবা গৌরী কেউই।



তবে পোশাকের জন্য স্টারদের নিয়ে সমালোচনা এই প্রথম নয়। এর আগে করিনা কাপুর খান, ফাতিমা সানা শেখ সহ একাধিক অভিনেত্রীকে নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়।