নিজস্ব প্রতিবেদন : ​ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত। বর্তমানে স্টেজ থ্রি-তে রয়েছে বলিউডের মুন্নাভাইয়ের ক্যানসার। সঞ্জয় দত্তের অসুস্থতার খবর পেয়েই তাঁদের ভক্তদের মধ্যে শোরগোল পড়ে যায়। সেলেব থেকে সাধারণ মানুষ, সঞ্জয়ের আরোগ্য কামনায় প্রত্যেকে ট্যুইট করতে শুরু করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  : মারণ রোগের থাবা, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত


দেখুন...


 







সম্প্রতি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন সঞ্জয় দত্ত। শ্বাসকষ্টের জন্য হাসপাতালে ভর্তি করা হয় সঞ্জয়কে । তবে তিনি ভাল আছেন বলে স্পষ্ট জানান অভিনেতা। এমনকী হাসপাতাল থেকে ট্যুইট করে ভক্তদের জানান যে তিনি সুস্থ আছেন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তাঁর বোন প্রিয়া দত্ত জানান, ভাল আছেন সঞ্জয়। তবে ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই জানান যায়, ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত।


ক্যানসারের চিকিতসার জন্য সঞ্জয় দত্ত শিগগিরই মার্কিন মুলুকে উড়ে যাবেন বলে জানা যায়।