কঙ্গনা সুশান্তের বন্ধু বা প্রতিনিধি নন, ইন্ডাস্ট্রির সাধারণ সমস্যার কথা তুলে ধরেছেন: আইনজীবী
বিকাশ সিং IANS-কে বলেন, ``কঙ্গনা সুশন্তের বন্ধু কিংবা প্রতিনিধি কেউই নন। যে বৈষম্য রয়েছে তিনি শুধু সেগুলিকেই তুলে ধরার চেষ্টা করছেন।``
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে যাঁরা সবথেকে বেশি সরব হয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাওয়াত। সুশান্তের মৃত্যুর পর থেকে বলিউড মাফিয়াদের নিয়ে বারবার মুখ খুলেছেন কঙ্গনা। ছেড়ে কথা বলেনি, তারকা সন্তানদেরও। এদিকে সম্প্রতি সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং IANS-কে বলেন, ''কঙ্গনা সুশন্তের বন্ধু কিংবা প্রতিনিধি কেউই নন। যে বৈষম্য রয়েছে তিনি শুধু সেগুলিকেই তুলে ধরার চেষ্টা করছেন।''
বিকাশ সিং IANS-কে আরও জানান, ''কঙ্গনা যে প্রসঙ্গ তুলে এনেছেন, তা সঠিক। তবে তিনি সুশান্তের বন্ধু নন, কিংবা এই মামলাও চালাচ্ছেন না। ইন্ডাস্ট্রিতে একটা সাধারণ সমস্যা রয়েছে, সেটা তিনি তুলে ধরেছেন। হতে পারে সুশান্ত বলিউডে বৈষম্যের শিকার, তবে কঙ্গনা সুশান্তের জন্য কিছু করছেন না। তিনি শুধু নিজের জন্য কাজ করে যাচ্ছেন।''
আরও পড়ুন-'ভিতর থেকে কোনও আওয়াজ এলেই লক ভাঙা বন্ধ করে দিও', এমনটাই বলা হয়েছিল, দাবি চাবিওয়ালার
এখানেই শেষ নয়, 'পিঙ্কভিলা'-কে দেওয়া সাক্ষাৎকারে বিকাশ সিং বলেন, ''কঙ্গনা এখানে নিজের অ্যাজেন্ডা চালাচ্ছেন। কিছু লোকজনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সমস্যা রয়েছে, তিনি তাঁদেরকে আক্রমণ করার চেষ্টা করছেন। সুশান্তের পরিবার যে FIR করেছে, তার সঙ্গে কঙ্গনার দাবির কোনও সম্পর্কই নেই। সকলেই জানে ইন্ডাস্ট্রিতে নেপোটিজম রয়েছে। সুশান্তও এই সমস্যার শিকার হয়েছিলেন। তবে সেটা তদন্তের মূল বিষয় নয়। মূল বিষয় হল রিয়া এবং তাঁর গ্যাং সুশান্তকে শোষণ করে শেষ করে দিয়েছে।''
এদিকে এই খবর প্রকাশ্যে আসার পরপরই কঙ্গনা সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং-এর একটি পুরনো ভিডিয়ো শেয়ার করেন। লেখেন, সুশান্তের পরিবারের আইনজীবী তাঁর স্ট্রাগলকে সবসময়ই সমর্থন করেছেন, অথচ, কিছু জায়গায় ভুল খবর ছড়ানো হচ্ছে। সুশান্তের পরিবার কিংবা আইনজীবী এমন কিছুই বলেননি।
এদিকে সুশান্ত মামলায় মুম্বই পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তদন্ত শুরু করে দিয়েছে CBI। শুক্রবার এই মামলায় সুশান্তের কুক নীরজ, হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে জেরা করেন CBI আধিকারিকরা। মুম্বই পুলিসের কাছ থেকে তাঁরা সুশান্তের ফোন, ল্যাপটপ সহ সমস্ত ইলেকট্রনিক গ্য়াজেট এবং সুশান্তের ডায়েরি, ময়নাতদন্তের রিপোর্ট সবই বাজেয়াপ্ত করেছে CBI।