জানেন প্রথম দিনেই কত কোটি টাকার ব্যবসা করল ‘গোলমাল এগেইন’?
নিজস্ব প্রতিবেদন: দিপাবলির পরদিনই মুক্তি পেয়েছে রোহিত শেঠ্ঠি পরিচালিত ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘গোলমাল এগেইন’। আর প্রথম দিনেই সোজা ওভার বাউন্ডারি মেরে বাকি সবাইকে ছাপিয়ে গেল এই ছবি।
‘গোলমাল’ সিরিজের প্রথম ছবি মুক্তি পায় ২০০৬ সালে। সেই থেকেই এই ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশা সবসময়ই বেশি থাকে। আর তার প্রভাব পড়ে বক্স অফিস কালেকশনে। অজয় দেবগন, তুষার কাপুর, শ্রেয়স তলপাড়ে, আর্শাদ ওয়ার্শি, কুনাল খেমু ছাড়াও এই ছবিতে নতুন সংযোজন পরিণীতি চোপড়া এবং টাব্বু। প্রথমদিনই দর্শকদের কতটা ভালো লাগল ‘গোলমাল এগেইন’? ট্রেড অ্যানালিস্ট এবং ফিল্ম সমালোচক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন।