নিজস্ব প্রতিবেদন: মা হতে চলেছেন করিনা কাপুর খান ও কিয়ারা আডবাণী। সন্তান সম্ভবা এই দুই মহিলার পেটের মাঝে আতঙ্কিত মুখে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে। অন্যদিকে অক্ষয়ের এমন হাল দেখে বেশ খুশি দিলজিৎ দোসাঞ্জ। অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ, করিনা কাপুর খান, কিয়ারা আডবাণীর নতুন ছবি 'গুডনিউজ'-এর পোস্টারে এভাবেই দেখা যাচ্ছে চার তারকাকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছবির পোস্টার নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অক্ষয় লিখেছেন, ''সুখবরের মাঝে আমি চেপে গিয়েছি। আপনাদের সকলের জন্য এই সুখবর আসছে খ্রিস্টমাসের ছুটিতে। ''


আরও পড়ুন-আরিয়ানের জন্মের দুসপ্তাহ পর সন্তানকে ভ্যানিটি ভ্যানে রেখে এই সাক্ষাৎকার দেন গৌরী, সাক্ষাৎকারের মাঝেই বারবার উঠে গিয়ে সন্তানকে খাওয়াতে হয় শাহরুখ পত্নীকে, ভাইরাল ভিডিয়ো





হাউসফুল ৪ এর পর মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের এই ছবি। খুব স্বাভাবিক ভাবেই অক্ষয়-করিনা, দিলজিৎ দোসাঞ্জ-কিয়ারা আডবাণী জুটির এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ ক্রমাগত বাড়ছে। আর ছবির মাধ্য়মেই বলিউডে পরিচালক হিসাবে ডেবিউ করতে চলেছেন রাজ মেহেতা। ছবিটির সহ প্রযোজকের ভূমিকায় রয়েছেন করণ জোহর। আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে 'গুড নিউজ' ছবিটি।