নিজস্ব প্রতিবেদন: ২১ বছর বয়সেও তাঁকে কেউ চিনত না। অথচ সেই তিনিই ২২ বছর বয়সে এসে একসঙ্গে ৫০টি বলিউডের ছবিতে সই করে ফেলেছিলেন। শাহরুখ, সলমনদের টক্কর দিয়ে ধীরে ধীরে হয়ে উঠেছিলেন সুপারস্টার। কেউ কেউ অবশ্য বলে থাকেন কিছুটা কপাল জোড়েই সুপারস্টার হয়ে ওঠেছিলেন গোবিন্দা। আদৌ কি সেটাই ঘটেছিল তাঁর সঙ্গে। 'আপ কী আদালত'-এর কাঠগড়ায় দাঁড়িয়ে এমনই তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের জবাব দিলেন ৮ এর দশকের জনপ্রিয় অভিনেতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে অবশ্য শুধু অভিযোগের জবাবই নয়, বি-টাউনের বেশকিছু বিস্ফোরক তথ্যও প্রকাশ্যে আনেন গোবিন্দা। নিজের কেরিয়ারে একের পর এক হিট ফিল্ম দর্শকদের উপহার দিয়েছেন তিনি। অথচ এত সবকিছুর পরও তাঁর শিকেয় জোটেনি কোনও বড় 'অ্যাওয়ার্ড'। কিন্তু কেন?


আরও পড়ুন-কুয়েতে এক পাকিস্তানির কাছে বিক্রি হয়ে যাওয়া মহিলাকে উদ্ধার করলেন সানি দেওল


এর উত্তরেও সোজা সাপটা গোবিন্দা বলেন, '' ক্ষমা চেয়ে নিচ্ছি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার ভয় লাগে, এর উত্তর দেওয়া কি উচিত? আসলে আমি কোনও দিন এই অ্যাওয়ার্ড কিনিই নি। আসলে আগে আমিও ভাবতাম যে এত ছবি হিট হওয়া সত্ত্বেও কেন আমি পুরস্কার পাইনি। পরে জানতে পারি আসলে এই ঘটনা ঘটে। ''


এখানেই শেষ নয়, তাঁর কেরিয়ারে অনেকেই তাঁকে নানান ভাবে হেনস্থা করার চেষ্টা করেছেন বলেও ইঙ্গিতে বুঝিয়ে দেন গোবিন্দা। তাঁকে প্রশ্ন করা হয়, এত ছবিটি হিট করার পরও অনেকেই মনে করতেন গোবিন্দা বি গ্রেড অভিনেতা। এটা কেন? উত্তরে গোবিন্দা কিছুটা মজা করে বলেন, ''ভাগ্যিস বি গ্রেড ভাবতো, যদি ওরা আমাকে এ গ্রেড ভাবতো, তাহলে না জানি আমার সঙ্গে ওরা আর কী কী করতো।''


এখানেই শেষ নয়, সেসময় ইন্ডাস্ট্রি অন্দরের আরও অনেক কথাই ফাঁস করেন এক সময়ের এই সুপারস্টার অভিনেতা।


আরও পড়ুন-ভিডিয়ো: 'সেই তুমি' গানে 'বাবাই দা' স্মৃতি আঁকড়েই বেঁচে রয়েছে শুভশ্রী