`অপছন্দ হলে সরকারও আইন ভাঙে`, সিনেমা আটকানোয় বিস্ফোরণ সেক্সি দূর্গার পরিচালকের
`আমরা একাধারে নারীকে দেবী দূর্গার রূপে পূজা করি। আবার এই সমাজেই সবথেকে বেশি লাঞ্ছিত হন একজন নারীই। দূর্গা নামের একটি মেয়ে কেবল মন্দিরেই দেবীর সম্মান পায়। কিন্তু রাস্তায় তাদের কী হাল হয়? কীভাবে একজন মেয়ে দেবীত্ব লাভের পরিবর্তে লাঞ্ছনার শিকার হন? কীভাবে মানুষের মননের পরিবর্তন হয়? কীভাবে পরিচালিত হচ্ছে পুরুষ শাসিত সমাজ? এই সকল চিন্তাভাবনা নিয়েই সেক্সি দূর্গা তৈরি করা হয়েছে।`
নিজস্ব প্রতিবেদন: 'বিশ্বজয়' করে এলেও দেশের মাটিতে বিপাকে পড়ল 'সেক্সি দূর্গা'! সেন্সর বোর্ডের সার্টিফিকেশন থাকা সত্ত্বেও পরিচালক এস কুমার শশীধরণের ছবির স্ক্রিনিং আটকেছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফ)। আদালতের রায় অমান্য করেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আটকানো হয় সেক্সি দূর্গার স্ক্রিনিং। পরিচালকের অভিযোগ, কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের নির্দেশেই ঘটে এমন লজ্জাজনক ঘটনা। আদালতের নির্দেশ 'অমান্য করায়' ঘটনার নিন্দা করেই ফেসবুকে সরব হয়েছেন পরিচালক শশীধরণ। সরকার এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের একহাত নিয়ে শশীধরণ এদিন লেখেন,"নিজেদের অপছন্দের কোনও কিছু ধ্বংস করতে আইন ভাঙতেও পিছপা হবে না এই সরকার।" একই সঙ্গে আরএসএস-এর নাম করেই পরিচালকের তীর্যক মন্তব্য,"সংঘ পরিবারের ক্ষমতায় আসার সমস্যা এটাই।"
উল্লেখ্য, প্রথমে ছবির নাম নিয়ে সমস্যার কারণেই সেক্সি দূর্গা-কে ছাড়পত্র দিতে অসম্মত হয় সেন্সর বোর্ড। বলা হয়, 'দূর্গা' ভারতে দেবী রূপে পূজিত হন। তাঁর নামের আগে 'সেক্সি' শব্দ ধর্মীয় ভাবাবেগে আঘাত আনবে এবং ভারতীয় সংস্কৃতির প্রতিও অশ্রদ্ধার প্রদর্শন করা হবে। বোর্ডের কথা শুনে 'সেক্সি' সরিয়ে পরিচালক ছবির নাম দেন 'এস দূর্গা'। এরপরই সবুজ সঙ্কেত দেয় সিবিএফসি। আইএফএফ-এও পাঠানো হয় এই মালায়লম ছবি। তবে শেষ রক্ষা হয়নি। আইনি লড়াই জিতেও স্ক্রিনিং হয়নি 'এস দূর্গা'র। আর এতেই বেজায় চটেছেন 'বিশ্ব জয় করে আসা' পরিচালক শশীধরণ। সরকার গণতন্ত্রের উপর আঘাত আনছে বলেও অভিযোগ করতে শোনা যায় পরিচালককে।
বিতর্কের এখানেই শেষ নয়। সার্টিফিকেশন পেয়েও আইএফএফ-তে জমা দেওয়া ছবির নামের আগে 'এস # # #' ব্যবহার করার জন্য বিপাকে পড়ে 'দূর্গা'। আইএফএফ-এর অভিযোগের কারণেই সার্টিফিকেশনে আপত্তি জানায় সিবিএফসি। যদিও সিনেমার নাম লেখার ক্ষেত্রে 'এস # # #'- ব্যবহার হওয়ায় যাতে কেউ এর সঙ্গে 'সেক্স'-কে না মিলিয়ে ফেলেন, তারজন্য সিনেমাপ্রেমীদের কাছে অনুরোধও জানান পরিচালক।
২০১৬ সালে পরিচালক শশীধরনের পরিচালনায় তৈরি হয় সেক্সি দূর্গা। ছবির দৈর্ঘ্য ৮৫ মিনিট। পরিচালক জানিয়েছেন, সেক্সি দূর্গা আসলে সমাজের প্রতি একটি বিদ্রূপ। এই ছবিতে দূর্গা নামের চরিত্রের সঙ্গে কবির নামের এক মুসলিম চরিত্রও রয়েছে। ছবির একটি অংশে দেখা যাচ্ছে দূর্গা, কবির নামের একজন মুসলিম ছেলের সঙ্গে পালাচ্ছে। কিন্তু কেন তাঁরা পালাচ্ছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই নিজের ভাবনা চিন্তাকে ছবির আকার দিয়েছেন পরিচালক। ছবিতে দূর্গার চরিত্রে অভিনয় করেছেন রাজশ্রী দেশপাণ্ডে।
'সেক্সি দূর্গা' নিয়ে শশীধরণের বক্তব্য, "আমরা একাধারে নারীকে দেবী দূর্গার রূপে পূজা করি। আবার এই সমাজেই সবথেকে বেশি লাঞ্ছিত হন একজন নারীই। দূর্গা নামের একটি মেয়ে কেবল মন্দিরেই দেবীর সম্মান পায়। কিন্তু রাস্তায় তাদের কী হাল হয়? কীভাবে একজন মেয়ে দেবীত্ব লাভের পরিবর্তে লাঞ্ছনার শিকার হন? কীভাবে মানুষের মননের পরিবর্তন হয়? কীভাবে পরিচালিত হচ্ছে পুরুষ শাসিত সমাজ? এই সকল চিন্তাভাবনা নিয়েই সেক্সি দূর্গা তৈরি করা হয়েছে।"