নিজস্ব প্রতিবেদন: কৃষক আন্দোলনকে সমর্থন করে টুইট করেছেন রিহানা ও গ্রেটা থানবার্গ। মার্কিন গায়িকা ও সমাজকর্মীর মন্তব্যে এবার প্রতিক্রিয়া দিল বিদেশ মন্ত্রক। "সংবেদনশীল সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগের প্রলোভন দেখিয়ে তারকারা যখন কোনও মন্তব্য করেন কিংবা কোনও কিছুকে সমর্থন করেন, সবসময় তা সঠিক হয়না বা দায়বদ্ধতার পরিচয় দেয় না।" 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিদেশ মন্ত্রকের তরফে প্রতিক্রিয়ায় আরও বলা হয়েছে, ''এধরনের বিষয়গুলিতে মন্তব্য করার আগে সত্যতা যাচাই করে নেওয়া উচিত। এই বিষয়গুলির মধ্যে ঢোকার আগে ঠিক কী ঘটেছে তা বুঝে নেওয়া উচিত।'' 


''কৃষক আন্দোলন নিয়ে কেন কেউ কথা বলছেন না?'' এমন প্রশ্ন তুলে মঙ্গলবার একটি টুইট করেন মার্কিন পপ তারকা রিহানা। এই একই ইস্যুতে টুইট করেছেন মার্কিন সমাজকর্মী গ্রেটা থানবার্গ। টুইটে তিনি লেখেন, ''ভারতের কৃষক আন্দোলনের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।'' 




এদিকে কৃষকদের পাশে দাঁড়ানোয় রিহানার (Rihanna) বিরুদ্ধে তোপ দাগেন কঙ্গনা রানাউত। রিহানার টুইট সামনে আসার পর কার্যত তেড়ে ওঠেন তিনি। বলেন, ''কেউ এ বিষয়ে কথা বলবেন না। ওঁরা কৃষক নন, সন্ত্রাসবাদী। ভারতবর্ষকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে। যাতে চিন এ দেশে প্রবেশ করে কবজা করতে পারে তার চেষ্টা চলছে। মার্কিন মুলুককে যেমন চিনা কলোনি রয়েছে, ভারতবর্ষকেও সেই একই রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। চুপ করে বসে থাকুন। আপনাদের মতো মানুষদের কাছে আমরা আমাদের দেশে বিক্রি করব না।''



এদিকে রিহানা, ও গ্রেটা থানবার্গকে সমর্থন করেছেন রিচা চাড্ডা, দিলজিৎ দোসাঞ্ঝ, শিবানী দান্ডেকররা।