নিজস্ব প্রতিবেদন: তিনি বিপর্যস্ত। এতটাই যে তাঁর কলম গর্জে উঠল। আজ সকালেই। মাত্র ৯ বছরের শিশুর আর্তনাদ, তাঁকে বাধ্য করল এই কবিতা লিখতে.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


নিজের মর্জিতে সে তার ধর্ম বেছে নেয় নি


এ তারই ধর্ম যা তার মা বাবা তাকে উত্তরাধিকার হিসাবে দিয়েছে....


বাবা-মাকে বেছে নেবে এমন উপায়ই তো নেই,


সে তার দেশ ও বেছে নেয়নি, রাষ্ট্রও তাই তার মত মেনে কাজ করে না।


মাত্র ন বছর বয়স, দাঙ্গা কেন তাকে বেছে নিল


এই নির্মম দাঙ্গা তাকে হত্যা করল!


সোশ্যাল মিডিয়ায় লেখা গুলজারের এই কবিতা ইতিমধ্যেই ভাইরাল। হিন্দি-উর্দুর মিশেলে গুলজারের এই প্রতিবাদে সামিল নেটিজেনরা। কবিতার শুরুতেই ইংরাজিতে তিনি লিখেছেন, ‘শান্তির জন্য অপেক্ষা করছি’।


বৃহস্পতিবার রাতে ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের প্রাক্তন সদস্য রজার ওয়াটার্স প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে এক ভারতীয় কবি আমির আজিজের কবিতা পড়েন।কবিতার নাম-সব ইয়াদ রাখা যায়েগা। তার ইংরাজি তর্জমা পড়েন তিনি। সঙ্গে নাগরিকত্ব সংক্রান্ত আইনকে ‘ফ্যাসিবাদী ও জাতিবৈষম্য সৃষ্টিকারী’ বলেও অভিহিত করেন তিনি