ওয়েব ডেস্ক: আজ ২১ ডিসেম্বর। জন্মদিন বলিউড ফিল্মের ‘নাম্বার ওয়ান’ অভিনেতা গোবিন্দার। আজ জন্মদিনে তাঁকে শুভেচ্ছা তো জানাবেনই। কিন্তু সেই অবসরে এক ঝলকে জেনেই নিন না, অন্তত ৫ টি অজানা তথ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


১) ১৯৮৬ সালে ইলজাম ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক হয় গোবিন্দার। কিন্তু এই ফিল্মে তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেন।


 


২) লিডি রোলে গোবিন্দাকে প্রথমবার বলিউড ফিল্মে অভিনয় করতে দেখা যায় ১৯৮৬ সালেরই ফিল্ম তন বদনে। ফিল্মের পরিচালক ছিলেন তাঁর কাকা আনন্দ।


 


৩) নিজের তৃতীয় ফিল্ম লাভ ৮৬-এর শুটিং চলার এক মাসের মধ্যে পরবর্তী ৪০ টি ফিল্মে কাজ করার জন্য করেছিলেন তিনি। হ্যাঁ, মাত্র ৩০ দিনে ৪০ টি ফিল্মে সই করেন তিনি!


 


৪) গোবিন্দার বাবা অরুণ কুমার আহুজাও অভিনয় করতেন। আর তাঁর মা নির্মলা দেবী একইসঙ্গে অভিনেত্রী এবং গায়িকা ছিলেন।


 


৫) বাড়িতে মোট ছয় ভাই-বোনের মধ্যে গোবিন্দা ছিলেন সবথেকে ছোট। তাই তাঁকে আদর করে সবাই ডাকত চি চি বলে। মারাঠিতে চি চি মানে কড়ে আঙুল বা লিটল ফিঙ্গার।