স্বরূপ দত্ত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজ ৩০ সেপ্টেম্বর। জন্মদিন গায়ক শানের। ভালো নাম অবশ্য শান্তনু মুখোপাধ্যায়। তবে, তিনি বলিউডে পরিচিত শুধু শান হিসেবেই। ১৯৭২ সালের আজকের দিনেই জন্ম শানের। কুমার শানু পরবর্তী যুগে যখন বলিউডের প্লে ব্যাক সিঙ্গারদের মধ্যে সোনু নিগমেই মেতেছে দেশ, সেইসময় উত্তরণ শানের। আর দেখতে দেখতে হয়ে ওঠা এক দশকের রাজা। ওই এক দশকে শাহরুখ খান থেকে আমির খান, সইফ আলি খান থেকে রণবীর কাপুর, বলিউডের সব স্টারদের সবথেকে হিট ফিল্মের হিট গানগুলো গেয়েছেন শান। যেমন বাংলাতে, তেমনই হিন্দিতে। গেয়েছেন রবীন্দ্র সঙ্গীতও। নিজের লেখা, নিজের সুর আবার নিজের গলা। তারপরও সেই গানের অ্যালবামে অভিনয়ও করেছেন তিনি। এমন প্রতিভাবান গায়ক সত্যিই কম এসেছে বাংলা তথা দেশে। একাধিক টেলিভিশন প্রোগ্রামে হোস্ট হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। তাঁকে নিয়ে বলার কী আর শেষ আছে! আজ তাই আর বেশি কথা নয়। শান মানেই তো ভালো ভালো গানের মালা গাঁথা। আজ মহালয়ার দিনে সময় সূযোগ মতো শুনে নিন শানের সেরা ১০ গান। অবশ্যই অন্যতম সেরা। কারণ, তাঁর সেরা গানের কী আর ইয়ত্তা আছে?


১০)



৯)



৮)



৭)



৬)



৫)



৪)



৩)



২)



১)




আরও পড়ুন রাগী মানুষের বুকে ফল্গু নদীও বয় বোঝার জন্য এটা ভালো উদাহরণ