নিজস্ব প্রতিবেদন: মালাইকার জন্মদিনের পার্টিতে মঙ্গলবার রাতভর পার্টি করেন বলিউড তারকারা। যার মধ্য়ে করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, অক্ষয় কুমার, অর্জুন কাপুর, দিনো মোরিয়া, শিল্পা শেঠিদের নাম ছিল। মালাইকার জন্মদিনের পার্টি থেকে বাদ যায়নি শাহরুখ খানের নামও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : দেশ ছাড়তে হচ্ছে রণবীরকে? কী হল ঋষি কাপুরের ছেলের সঙ্গে! 
মঙ্গলবার রাত প্রায় দেড়টা নাগাদ মালাইকার জন্মদিনের পার্টিতে হাজির হন শাহরুখ খান। মাল্লার জন্মদিনের পার্টিতে হাজির হয়ে তাঁর সঙ্গে জুটি বেঁধে 'ছইয়া ছইয়া' নাচতে শুরু করেন কিং খান।
অন্যদিকে জন্মদিনের পার্টিতে মালাইকাকেও যেমন নাচতে দেখা যায়, তেমনি 'বার্থ ডে গার্ল'-এর সঙ্গে নাচতে দেখা যায় তাঁর বন্ধু অর্জুন কাপুরকেও।
অন্যদিকে জন্মদিকে অর্জুন কাপুর যতই হাজির থাকুন না কেন, জন্মদিনের কেকের প্রথম টুকরোটি ছেলে আরহানের মুখে তুলে দেন মালাইকা অরোরা। কেক কাটার পরই টুকরো আরহানের মুখে দিয়ে, তবেই নিজে খান মালাইকা। যে ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।


আরও পড়ুন : জোর করে নেহার গালে চুম্বন, কী বললেন উদিত-পুত্র আদিত্য
এদিকে বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করলেও, তাঁরা গাঁটছড়া বাঁধছেন কি না, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।