জন্মদিনে প্রিয় এসপির তিনটে গান শুনুন আর জানান শুভেচ্ছা
আজ জন্মদিন ভারতীয় সঙ্গীতের অন্যতম কিংবদন্তি এসপি বালাসুহ্মমনিয়ামের। ১৯৪৬ সালের ৪ জুন অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। গোটা জীবনে প্রচুর গান গেয়েছেন। মূলত দক্ষিণ ভারতেই বেশি। কিন্তু বলিউডের হিন্দি ছবিতেও তিনি অনেক গান গেয়েছেন আট এবং নয়ের দশকে বেশি করে। আজ তাঁর জন্মদিনে এমন মেঘলা পরিবেশে শুনে নিন এসপির গাওয়া আমার পছন্দের তিনটি গান। দেখবেন মনটা কী ভালো হয়ে যাবে। তাঁর গান তো আছে হাজারো। বেশিরভাগই খুব ভালো। কিন্ত এখন শুনুন এই তিনটে গান।
ওয়েব ডেস্ক: আজ জন্মদিন ভারতীয় সঙ্গীতের অন্যতম কিংবদন্তি এসপি বালাসুহ্মমনিয়ামের। ১৯৪৬ সালের ৪ জুন অন্ধ্রপ্রদেশের নেলোর জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। গোটা জীবনে প্রচুর গান গেয়েছেন। মূলত দক্ষিণ ভারতেই বেশি। কিন্তু বলিউডের হিন্দি ছবিতেও তিনি অনেক গান গেয়েছেন আট এবং নয়ের দশকে বেশি করে। আজ তাঁর জন্মদিনে এমন মেঘলা পরিবেশে শুনে নিন এসপির গাওয়া আমার পছন্দের তিনটি গান। তাঁর তো রয়েছে হাজারো গান। বেশিরভাগই খুব ভালো। কিন্তু এই মেঘলা পরিবেশে। শুনুন আমার পছন্দের তিনটে গান। দেখবেন, মন ভালো হয়ে যাবে।