ইদ-আল-আজহা : ত্যাগের উৎসবে শুভেচ্ছা জানালেন যে সেলেবরা
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের উদ্দেশ্যে `ইদ মোবারক` জানিয়েছেন বলি ও টলি তারকারা
নিজস্ব প্রতিবেদন: সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে 'ইদ-আল-আজহা' বা 'বখরি ইদ'। কোরবানির দিনে গোটা দেশ মেতে উঠেছে ত্যাগের উৎসবে। কোরবানির ইদে গোটা দেশকে শুভেচ্ছা জানিয়েছেন তারকারাও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের উদ্দেশ্যে 'ইদ মোবারক' জানিয়েছেন বলি ও টলি তারকারা।
কোরবানির ইদে শুভেচ্ছা জানিয়েছেন সোনাক্ষী সিনহা, অনুপম খের, কঙ্গনা রানাওয়াত, অনিল কাপুরসহ বলিউডের বহু তারকা। সোনাক্ষী সিনহা লিখেছেন, "সবাইকে ইদ মোবারক। সবাই ভাল থাকুন।"
অনুপম খের লিখেছেন, "ইদ মোবারক। উপরওয়ালা সবাইকে সুখে রাখুন।"
শুভেচ্ছা জানিয়েছেন রবিনা ট্যান্ডন, ইমরান হাশমি, মাধুরী দীক্ষিত নেনে, কাজল সহ আরও অনেকেই।
আরও পড়ুন: চিনতেই পারবেন না আয়ুষ্মানকে, দেখলে চমকে উঠবেন
বাদ যাননি দক্ষিণী তারকারাও। অনুরাগীদের উদ্দেশে ইদের শুভেচ্ছা জানিয়েছেন মাধবন, কাজল আগরওয়াল।
ইদ-আল -আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন টলিউড সেলেবরাও। সদ্য বিবাহিত বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানান অনুরাগীদের।
ইদের শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরিচালক রাজ চক্রবর্তী।
এপার বাংলা ও ওপার বাংলার মানুষকে শুভেচ্ছাবার্তা জানান বাংলাদেশী অভিনেত্রী জয়া এহসান ও নুসরত ফারিয়াও।
আরও পড়ুন: ঝাঁপিয়ে পড়ে সলমনের হাত টেনে ধরলেন মহিলা, ভাইরাল ভিডিও