COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: সানি লিওন। বলিউডে সুন্দর মুখশ্রীর চর্চা হলে এখন এক দুই নম্বরেই ঘোরাফেরা করে সানি লিওনের নাম। পর্ন তারকার রূপে মজেননি এমন মানুষও খুব কমই আছে! সানি লিওন নিজেও খুব সাজতে ভালো বাসেন। ফেস্টিভালে সানি সবসময়ই থেকেছেন ভিন্ন ভিন্ন মুডে। তবে সারমেয় প্রেমী বলিউড ডিভা সানি লিওন হ্যালোইন ডে'তে যেমন সেজেছেন, তাতে আঁতকে উঠবে অনেকেই। 


 



 



 


 না বলে দিলে হয়ত কেউ চিনতেই পারবে না, যে এটাই আসলে সেই সানি। সানি লিওন।