Teacher`s day 2021: হেমা, মাধুরী, এষা, থেকে কিয়ারা, তারকাদের শুভেচ্ছাবার্তা
মাধুরী দীক্ষিত, এষা দেওল, কৃতি শ্যানন, তাপসী পান্নু সহ আরও অনেকেই শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিজস্ব প্রতিবেদন : ৫ সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস (Teacher's day)। বিশেষ এই দিনে শুভেচ্ছা জানিয়ে পোস্ট শেয়ার করেছেন বলি তারকারা। মাধুরী দীক্ষিত, এষা দেওল, কৃতি শ্যানন, তাপসী পান্নু সহ আরও অনেকেই শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মাধুরী দীক্ষিত (Madhuri Dixit Nene) তাঁর শিক্ষক দিবসের পোস্টে লিখেছেন, ''আজ এই শুভদিনে আমি সকল শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই যাঁরা আমাদের জীবন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। আসুন সবাই মিলে এই দিনটি উদযাপন করি এবং আমাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি।''
'সাবাশ মিঠু' ছবিতে ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকে (Taapsee Pannu)। সেকারণে ক্রিকেটের প্রশিক্ষণ নিতে হয়েছে তাপসীকে। আর তাঁকে এই প্রশিক্ষণ দিয়েছেন নওশিন খাদির। শিক্ষক দিবসে ছবির সেটে ক্রিকেট খেলার ছবি পোস্ট করে তাপসী লিখেছেন ''প্রতিটি নির্ভীক খেলোয়াড়ের পিছনে একজন নির্ভীক কোচ থাকে! ধন্যবাদ নওশিন খাদির। আমার সেরাটা বের করার জন্য! #শুভ শিক্ষক দিবস''
আরও পড়ুন-কিস্সা কিস কা : Amitabh, Shilpa থেকে Dharmendra, বলিউড তারকাদের ভাইরাল চুমু
শিক্ষক দিবসে স্মৃতির সরণী বেয়ে ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন এষা দেওল (Esha Deol)। এষা তাঁর পোস্টে প্রথম শিক্ষক হিসাবে তাঁর মা হেমা মালিনীর কথাই বলেছেন। লিখেছেন, ''একজন ক্ষুদে নৃত্যশিল্পী হিসেবে আমার প্রথম পদক্ষেপ থেকে শুরু করে আজ আমি একজন মা, সবই তোমার জন্য। তোমার কাছ থেকে আমি যে জ্ঞান, নীতিশাস্ত্র এবং শৃঙ্খলা শিখেছি, তা সবসময় আমার জন্য আশীর্বাদ হয়েছে। আমার মা, আমার প্রথম শিক্ষক! ''
এছাড়াও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন শ্রদ্ধা কাপুর, জ্যাকি শ্রফ, দিয়া মির্জা, রবিনা ট্যান্ডন, জুহি চাওলা, কিয়ারা আডবাণী, সুনীল শেট্টি, সুভাষ ঘাই-এর মতো তারকারা।
এছাড়াও আরও অনেক বলি তারকাকেই শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করতে দেখা গিয়েছে।