ওয়েব ডেস্ক: বলিউড আর ভাল লাগছে না, তাই পাকাপাকিভাবে ভারত ছেড়েছেন নায়িকা নারগিশ ফাকরি। এক সর্বভারতীয় নিউজ ওয়েবসাইটে এমনই খবর প্রকাশিত হয়েছে। নারগিশের বাবা পাকিস্তানের, মা চেক প্রজাতন্ত্রের। বড় হয়েছেন আমেরিকায়। নারগিশ ভারতের পাট চুকিয়ে নাকি পাকাপাকিভাবে আমেরিকায় পাড়ি দিয়েছেন। আর কখনও ভারতে ফিরবেন না তিনি। এমন খবরও প্রকাশিত হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পড়ুন- মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় স্নানের পোশাকে ঘুরলেন নারগিশ ফাকরি (ভিডিও)


'বানজো' সিনেমাতেই নারগিশকে শেষবার দেখা যাবে। ৩৬ বছরের এই অভিনেত্রী কিন্তু বলিউডে জমি পাকা করে ফেলছিলেন। বড় কোনও হিট সিনেমাতে না থাকলেও নারগিশের বলিউড কেরিয়ার বেশ ভালই চলছিল। উদয় চোপড়ার সঙ্গে বারবার নাম জড়িয়েছে তাঁর। দুজনকে একসঙ্গে দেখাও গিয়েছে। কিন্তু কাজের প্রতি প্রচন্ড ফোকাসড নারগিশ কখনও কোনও কিছুতেই আপোস করেননি।



 


২০১১ সালে রকস্টার-সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় নারগিশের। এরপর মাদ্রাস কাফের মত জাতীয় পুরস্কার জয়ী সিনেমায় অভিনয় করে নজর কাড়েন। এরপর 'ফাটা পোস্টার' নিকলা হিরো থেকে ''আজহার'', ''ম্যায় তেরা হিরো' থেকে ''কিক''। একের পর এক সিনেমায় দেখা যায় তাঁকে। অনেকে তাঁর মিষ্টি মুখের জন্য বলতেন ক্যাটরিনার বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন। কিন্তু শেষ অবধি দেশ ছাড়লেন নারগিশ।