নিজস্ব প্রতিবেদন : মুকেশ ছাবড়ার সঙ্গে ছিল তাঁর হৃদয়ের টান। মুকেশ কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করলেও, একদিন পরিচালক হিসেবে বলিউডে পা রাখবেন। এমন ইচ্ছা বরাবরই ছিল। মুকেশের সেই ইচ্ছের কথা জানতেন সুশান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কথা দিয়েছিলেন, পরিচালক হিসেবে মুকেশ যেদিন কোনও ছবি তৈরি করবেন, তিনি তাতে অভিনয় করবেন। যেমন কথা তেমনি কাজ। মুকেশের ছবি দিল বেচারার কথা শুনেই তাতে অভিনয় করতে রাজি হয়ে যান সুশান্ত সিং রাজপুত। এমনকী, ছবির গল্প না শুনেই বন্ধুর প্রস্তাবে রাজি হয়ে যান তিনি। সুশান্তের মৃত্যুর পর এভাবেই স্মৃতিচারণ করলেন মুকেশ ছাবড়া।


 



আরও পড়ুন  : সুশান্তের মৃত্যুর তদন্তে ৬ জুলাই এই হাই প্রোফাইল পরিচালকের বয়ান রেকর্ড করবে পুলিস


গত ১৪ জুন নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। সুশান্ত কেন আত্মহত্যা করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রায় গোটা দেশ জুড়ে।


আরও পড়ুন  : সড়ক টু : আঘাত করা হয়েছে হিন্দু ভাবাবেগে, অভিযোগ দায়ের মহেশ, আলিয়াদের বিরুদ্ধে


এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে ইতিমধ্যেই ২৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। আগামী ৬ জুলাই বয়ান রেকর্ড করা হবে পরিচালক সঞ্জয় লীলা বনশালির।