ওয়েব ডেস্ক : উজমা আহমেদকে পাকিস্তান থেকে ভারতে ফিরিয়ে এনেছিলেন সুষমা স্বরাজ। ‘হিন্দুস্থান কি বেটি’ বলেই পাকিস্তানি নাগরিক তাহির আলির কব্জা থেকে উজমাকে ফিরিয়ে এনেছিলেন ভারতের বিদেশমন্ত্রী। দেশে ফিরে, ভারতের মাটিকে প্রণাম করে বাড়ি ফিরেছিলেন উজমা। এরপর সাংবাদিকদের সামনে তিনি বর্ণনা করেছিলেন, কীভাবে তাহির আলি তাঁকে জোর করে বিয়ে করেন। বন্দুকের নলের আগায় রেখে কীভাবে উজমাকে বাধ্য করা হয়েছিল তাঁকে বিয়ে করতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুধু তাই নয়, পাকিস্তানে নিয়ে গিয়ে কীভাবে উজমাকে আটকে রাখা হয়েছিল, সেই বর্ণনাও করেন ওই মহিলা। আর এবার সেই সাহসিনী উজমাকে নিয়ে সিনেমা তৈরি করছেন পরিচালক ধীরজ কুমার। আর ওই সিনেমায় নাকি ভারতের বিদেশ মন্ত্রী হিসেবে অভিনয় করছেন টাবু।


উজমা আহমেদ..



যদিও সংবাদমাধ্যমে ওই খবর প্রচারিত হওয়ার পর বিষয়টি নস্যাত করে দিয়েছেন টাবুর মুখপাত্র। টাবুও বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি হননি। তিনি বলেন, ধীরজ কুমারের সিনেমায় ভারতের বিদেশমন্ত্রীরর চরিত্রে অভিনয় নিয়ে কেউ তাঁকে কোনও প্রস্তাব দেননি। কেন ওই ধরণের খবর ছড়ানো হচ্ছে, তা নিয়েও অবাক হয়েছেন তিনি।


তপসি পান্নু এবং পরিনিতি চোপড়াও ওই সিনেমায় অভিনয় করতে পারেন বলে শোনা যাচ্ছে। চলতি বছর থেকেই উজমা আহমেদের শ্যুটিং শুরু হচ্ছে বলেও জানা গিয়েছে।