নিজস্ব প্রতিবেদন : চোখের নীচে ভাঁজ, কোঁচকানো মুখ, অনুষ্কাকে দেখে যেন চেনাই যাচ্ছে না। সম্প্রতি অনুষ্কার এক ভক্ত অনুষ্কার সেই ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : মুক্তি পেল 'সঞ্জু'-র টিজার, সঞ্জয় না রণবীর আপনার সামনে, দেখলে চমকে উঠবেন


জানা যাচ্ছে, একটি বিজ্ঞাপনের জন্য নিজের বয়সের তুলনায় বেশ খানিকটা দিন এগিয়ে গিয়েছেন অনুষ্কা। এবং, বিজ্ঞাপনের জন্যই অনুষ্কা ওই রকম লুক নিয়েছেন বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ওই বিজ্ঞাপনে পর পর ৩টি লুকে দেখা যাচ্ছে অনুষ্কা শর্মাকে। মা, মেয়ে এবং ঠাম্মার ভূমিকায় একসঙ্গে দেখা যাচ্ছে অনুষ্কা শর্মাকে।


দেখুন অনুষ্কা শর্মার সেই ছবি এবং ভিডিও..


 




 




এদিকে বর্তমানে ‘জিরো’-র শুটিংয়ে ব্যস্ত অনুষ্কা শর্মা। শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন বিরাট ঘরণী।