ওয়েব ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শাহিদ কাপুর আর কঙ্গনা রানাওয়াতের যুদ্ধ খবরের শিরোনামে। তবে এরই মধ্যে অবাক কাণ্ড ঘটনালেন কঙ্গনা নিজে। মীরা রাজপুতকে লিখলেন চিঠি। কিন্তু কেন? আজ শাহিদ কাপুরের জন্মদিন। জন্মদিন সেলিব্রেশনের আগে স্ত্রী মীরা রাজপুত দিয়েছিলেন একটি প্রি বার্থডে পার্টি। শাহিদ কঙ্গনার দ্বৈরথকে উপেক্ষা করে নিমন্ত্রিতদের তালিকায় কঙ্গনা কিন্তু বাদ পড়েননি। তবে কঙ্গনা এই পার্টিতে আসতে পারবেন না বলে একটি চিঠি পাঠিয়েছেন মীরাকে। চিঠির শুরুতেই না আসতে পারার জন্য মীরার কাছে ক্ষমা চেয়েনিয়েছেন। তিনি আরও জানিয়েছেন তাঁর কিছু পূর্ববর্তী কমিটমেন্টের জন্যই তিনি পার্টিতে উপস্থিত থাকতে পারবেন না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জন্মদিনে দেখে নিন শাহিদ কাপুরের সেরা পাঁচ সিনেমা কোনগুলো?


গতকালই মুক্তি পেল রেঙ্গুন। শাহিদ, সইফের পাশাপাশি তিনিও যে এই ছবিতে নায়কের ভূমিকায় একথা কঙ্গনা বলেছিলেন ছবি মুক্তির অনেক আগে থেকেই। তা নিয়ে কম চর্চা হয়নি ইন্ডাস্ট্রিতে। তবে একথাও সত্যি যে তিন নায়ক নায়িকাকে একসঙ্গে ছবির কোনও প্রচারেই দেখা যায় নি। উল্টে শাহিদের সঙ্গে লিপ লক সিনের প্রসঙ্গে বলেছেন ডিসগাস্টিং, নাইটমেয়ার ইত্যাদি। এ প্রসঙ্গে শাহিদ কাপুরের জবাব আমি কোনও টেবিল টেনিস ম্যাচ খেলছি না যে কঙ্গনার প্রতিটা মন্তব্যের উত্তর দিতে হবে। আশা করা যায় কঙ্গনা আর শাহিদের যুদ্ধে মীরাকে দেওয়া কঙ্গনার এই চিঠি শান্তি আনতে পারবে।


আরও পড়ুন  আজ অমিতাভ এবং তাপসী পান্নু কার সঙ্গে বসে পিঙ্ক দেখবেন জানেন?