নিজস্ব প্রতিবেদন : 'ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়'-র অক্ষরা আর নন তিনি। 'কসৌটি জিন্দগি কি'-র কমলিকা হয়ে এখন দর্শকদের সামনে একটু একটু করে আসতে শুরু করেছেন। আর সেই সঙ্গে ছড়াচ্ছেন উত্তাপ। বুঝতেই পারছেন টেলি অভিনেত্রী হিনা খানের কথাই বলা হচ্ছে। আর এবার হিনা খান কি করলেন জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন : অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে ভাঙার পর করিশ্মা এবার কি করলেন জানেন?
সম্প্রতি মলদ্বীপে ছুটি কাটাতে যান হিনা খান। সেখানে গিয়ে সবুজ বিকিনিতে দেখা যায় টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রীকে। কখনও জলের মধ্যে লাস্যময়ী অবতারে দেখা যায় হিনাকে, আবার কখনও সবুজ বিকিনিতে আড়মোড়া ভাঙতে দেখা যায় অভিনেত্রীকে। সবকিছু মিলিয়ে সৈকত সাম্রাজ্যে আবার নতুন করে উত্তাপ ছড়াতে শুরু করেছেন হিনা খান।


আরও পড়ুন : যৌন হেনস্থা নিয়ে বিস্ফোরক করিশ্মা কাপুর, দেখুন ভিডিও
দেখুন সেই ছবি...


 



সম্প্রতি বিগ বস ১২-র ঘরে হাজির হন হিনা খান। বসের ঘরের প্রতিযোগীদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁদের সঙ্গে বেশ কিছুটা মজাদার সময়ও উপভোগ করেন হিনা।


সলমনের সঙ্গে হিনা...


 



পাশাপাশি হিনার সৌন্দর্য দেখে বসের ঘরে আপ্লুত হয়ে যান প্রতিযোগী সোমি খান। প্রকাশ্যে বলেই বসেন, হিনার জবরদস্ত ভক্ত তিনি। পাশাপাশি হিনার সৌন্দর্য তাঁকে মুগ্ধ করে বলেও জানান সোমি। তবে সোমিও যে কম সুন্দর নন, তাও বসের ঘরে সবার সামনেই স্পষ্ট করে দেন হিনা।