ওয়েব ডেস্ক: কিম শর্মা। বেশ কয়েক বছর আগে বলিউডের বিভিন্ন ছবিতে দেখা যেত এই অভিনেত্রীকে। মোহব্বতে ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গেও। এরপরেই হঠাত্‌ রুপোলি পর্দা ছেড়ে বলিউড থেকে পাততাড়ি গোটান কিম শর্মা। এক ব্যবসায়ীকে বিয়ে করে আফ্রিকায় স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন তিনি। স্টারডম থেকে একেবারেই নিজেকে লুকিয়ে ফেলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ট্যুইটারে অভিনেত্রীকে কু-মন্তব্য করার অভিযোগে FIR এই বলিউড অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে!


কিন্তু সম্প্রতি ঘণিষ্ঠ সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে, ফের পর্দায় ফেরত আসছেন বলিউডের এই দুষ্টু-মিষ্টি নায়িকা। তবে এবার ছোট পর্দায়। শোনা গিয়েছে, তাঁকে একটি টিভি সিরিয়ালে অভিনয় করতে দেখা যাবে। টিভি সিরিয়ালে তো তাঁকে দেখবেনই। তার আগে দেখে নিন বলিউডের সেই লাস্যময়ী নায়িকা কিম শর্মাকে এখন কেমন দেখতে হয়েছে।