ওয়েব ডেস্ক: কাজ পাগল অক্ষয় কুমার একটা জিনিসে খুব অবাক হন। বলিউডের ধড়কন কুমার বললেন, তিনি অবাক হয়ে যান কী করে একজন ছবির নির্মাতা কাজ করতে ৩০০-৪০০ দিন লাগিয়ে দেন। অক্ষয় কুমার মনে করেন একটা সিনেমার সব কাজ ৩০ থেকে ৪০ দিনের মধ্যে শেষ করা উচিত। ৩ জুন রিলিজ করতে চলেছে অক্ষয়ের পরবর্তী সিনেমা হাউসফুল থ্রি। এই সিনেমার প্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথাই বললেন, বলিউডের অন্যতম সফল এই নায়ক। অক্ষয়কে প্রশ্ন করা হয় কী করে নিয়মিত তিনি বছরে তিনটে-চারটে ছবিতে কাজ করেন। অক্ষয় তখন বলেন, ''এটা কোনও রকেট সায়েন্স নয়। ব্যাপারটা খুব সোজা, শুধু কাজ করে যাও। আমার মনে হয় না এতটা সিনেমা তৈরি করতে ৬০দিনের বেশি সময় লাগা উচিত।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এরপরই তিনি জানান, 'হাউসফুল থ্রি'-র কাজ শেষ হয়েছে ৩৮দিনে। হলিউডের অন্যতম সফল ছবি মিশন ইমপশিবল-এর উদাহরণ টেনে অক্ষয় বলেন, শুনেছি এই সিনেমাটা ৫২ দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছিল। এরপরই তিনি বলেন, জানি না কেন ৩০০-৪০০দিন লাগে। বড়জোড় কাজটা শেষ করতে ৭০দিন লাগা উচিত, তার বেশি নয়।


গত বছর অক্ষয়ের চারটে সিনেমা রিলিজ করেছিল। আর এ বছর 'এয়ারলিফ্ট'-এর পর 'হাউসফুল থ্রি' অক্ষয়ের দ্বিতীয় সিনেমা যা রিলিজ করতে চলেছে। এরপর রিলিজ করবে রুস্তম। 'হাউসফুল থ্রি'-তে অক্ষয়ের পাশাপাশি আছেন অভিষেক বচ্চন,রীতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্ডেজ,নারগিশ ফাকপি, লিসা হেডেন।


দেখুন হাউসফুল থ্রি-এর ট্রেলর