ওয়েব ডেস্ক: বলিউড ইন্ডাসট্রিতে একটা কৌতুহলের জায়গা হল কাস্টিং কাউচ। ঠিক কি হয় কাস্টিং কাউচে? নতুন মুখকে এই বিশাল ইন্ডাসট্রিতে পা রাখতে হলে কি কি 'সেক্রিফাইস' করতে হয়? একথা বলিউডে প্রচলিত আছে যে, যৌনতা ছাড়া এই দুনিয়ায় এন্ট্রি পাওয়া কঠিন। কিন্তু আজ বলিউডে যারা হিট তাদের পর্দার পিছনের সেই প্রথম দিনটা কেমন ছিল তা নিয়ে কেউই বিশেষ একটা মুখ খুলতে চান না। এবার একটি মারাঠি ওয়েব সিরিজে দেখা যাবে  স্টারদের সেই কাস্টিং কাউচের অভিজ্ঞতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাস্টিং কাউচ উইথ অ্যামে অ্যান্ড নিপুন, নতুন একটি মারাঠি ওয়েব সিরিজ। এই সিরিজের প্রথম এপিসোডে দেখা যাবে রাধিকা আপ্তেকে। কেমন ছিল রাধিকার কাস্টিং কাউচ? জানতে নীচে দেখুন ভিডিও।