Salman Khan`s Bajrangi Bhaijaan Sequel: কেমন হবে `বজরঙ্গী ভাইজান` সিক্যুয়ালের গল্প? ফাঁস করলেন স্বয়ং চিত্রনাট্যকার
আগেই সিক্যুয়েলের নাম জানিয়েছেন সলমন খান (Salman Khan)
নিজস্ব প্রতিবেদন: শীঘ্রই তিনি শুরু করবেন 'বজরঙ্গী ভাইজান'-এর (Bajrangi Bhaijaan) সিক্যুয়ালের কাজ। গত বছরের ডিসেম্বরেই একথা জানান খোদ সলমন খান (Salman Khan)। অনুরাগীদের দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান ঘটান 'ভাইজান'। পরবর্তী ছবির নামও জানিয়েছিলেন তিনি।
'বজরঙ্গী ভাইজান'-এর (Bajrangi Bhaijaan) সিক্যুয়াল ওই ছবির নাম হবে 'পবনপুত্র ভাইজান' (Pawan Putra Bhaijaan)। সলমন খান (Salman Khan) জানান, 'টাইগার থ্রি' (Tiger 3), 'নো এন্ট্রি'-র সিক্যুয়াল (No Entry sequel) এবং 'কাভি ইদ, কাভি দিওয়ালি' (Kabhi Eid Kabhi Diwali)-র শুটিং শেষ করেই 'বজরঙ্গী ভাইজান'-এর (Bajrangi Bhaijaan) দ্বিতীয় পর্বের কাজে হাত দেবেন তিনি। তবে ছবি মুক্তির আগেই এর গল্প সম্পর্কে গোপন একটি তথ্য ফাঁস করলেন চিত্র নাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ (KV Vijayendra Prasad)।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "ইতিমধ্যে ভাইয়ের (সলমন খান) সঙ্গে আমি ছবির গল্প নিয়ে আলোচনা করেছি। ওনার সেটা খুব পছন্দ হয়েছে। আগামী মে মাস থেকে আমি ছবির গল্প লেখা শুরু করব।"
এরপরই ছবির গল্প নিয়ে বড় খোলাসা করলেন চিত্র নাট্যকার কেভি বিজয়েন্দ্র প্রসাদ (KV Vijayendra Prasad)। ছবি গল্প কেমন হবে? সেটা কি 'বজরঙ্গী ভাইজান'-এর (Bajrangi Bhaijaan)-এর গল্পের ধারাবাহিক হবে নাকি নতুন কোনও গল্প হবে? উত্তরে কেভি বিজয়েন্দ্র প্রসাদ (KV Vijayendra Prasad) বলেন, " 'বজরঙ্গী ভাইজান' (Bajrangi Bhaijaan)-এর ধারাবাহিক গল্পই দেখা যাবে দ্বিতীয় পর্বে।"
কবীর খান পরিচালিত 'বজরঙ্গী ভাইজান' (Bajrangi Bhaijaan)-এ সলমন খান (Salman Khan) ছাড়াও অভিনয় করেছিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui), নবাগতা হর্ষলি মালহোত্রা।
আরও পড়ুন: Kangana Ranaut: ৩৫ তম জন্মদিন বিশেষভাবে উদযাপন, বৈষ্ণোদেবী দর্শনে কঙ্গনা রানাওয়াত, সঙ্গে কে?