ওয়েব ডেস্ক: প্রাক্তন স্বামী হৃতিকের পাশে দাঁড়ালেন সুজান খান। হৃতিক-কঙ্গনা মহাভারতে রোজই সামনে আসছে নতুন টুইস্ট। এক এক দিন ফাঁস হচ্ছে এক রকম তথ্য। কোনও তথ্য যাচ্ছে হৃতিকের পক্ষে তো কোনওটাই বল থাকে কঙ্গনার কোর্টে। তবে আজকের দিনটা বোধহয় কঙ্গনার নয়। একদিকে যখন কঙ্গনার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমনের বিস্ফোরক সাক্ষাৎকার ঘটনার মোড় ঘুরিয়ে দিল, তখনই হৃতিককে আরও একটু সেফ সাউডে পাঠালেন খোদ সুজান খান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কঙ্গনা-হৃতিকের সম্পর্ক নিয়ে চর্চা এখন বলিউডে 'হট-কেক'। কিন্তু এত কাণ্ডে কখনই হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজানকে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। হৃতিক-কঙ্গনার ঘনিষ্ঠ ছবি প্রকাশ হওয়ার পর বিতর্ক যখন আরও তুঙ্গে উঠল তখনই মুখ খুললেন সুজান। টুইট করে সাফ জানিয়ে দিলেন ওই ছবি ফোটোশপ করা। মিথ্য ঘটনাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। শুধু ওই ছবিকে মিথ্যে বলেই থেমে থাকেননি সুজান, টুইটারে পোস্ট করেছেন ওই একই জায়গায় তোলা হৃতিকের সঙ্গে তাঁর একটি ঘনিষ্ঠ ছবি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১০ সালে অর্জুন রালের ওই পার্টিতে উপস্থিত ছিলেন সুজানও।