নিজস্ব প্রতিবেদন : চলে গেলেন হৃত্বিক রোশনের দাদু জে ওম প্রকাশ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। বুধবার মুম্বইয়ে তাঁর নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জে ওম প্রকাশ।
বুধবার সকালে অভিনেতা দীপক পরাশর নিজের সোশাল হ্যান্ডেলে জে ওম প্রকাশের মৃত্যুর খবর প্রকাশ করেন। তিনি জানান, সকাল ৮টা নাগাদ নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাঁর প্রিয় মামা। ভারতীয় সিনেমার ইতিহাসে জে প্রকাশের অবদান ভোলার নয় বলেও জানান দীপক পরাশর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন : কাশ্মীরে বাতিল ৩৭০ ধারা, প্রধানমন্ত্রী মোদীকে কী বললেন রাখি সাওয়ান্ত, দেখুন
দেখুন কী লিখলেন অভিনেতা দীপক পরাশর...


 



জানা যাচ্ছে, বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মুম্বইয়ের ভিল পারলেতে শেষকৃত্য সম্পন্ন হবে জে ওম প্রকাশের।
আপ কি কসম, আখির কিউ, আপনা বানা লো, আপনাপন, আশা, অর্পণ, আয়ে মিলন কি বেলাসহ একাধিক জনপ্রিয় সিনেমার পরিচালনা করেন জে ওম প্রকাশ। তাঁর মৃত্যুর খবরে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।