প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে সিনেমা দেখতে গেলেন হৃত্বিক রোশন
![প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে সিনেমা দেখতে গেলেন হৃত্বিক রোশন প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে সিনেমা দেখতে গেলেন হৃত্বিক রোশন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_500x286/public/2017/05/09/85262-hrithik-9-5-17.jpg?itok=9HmXKq2i)
প্রাক্তন হলেও শুধুমাত্র তা কাগজে কলমে। বিবাহ বিচ্ছেদের পর এখনও ছেলেদের জন্য সবসময় একসঙ্গে হাজির হৃত্বিক রোশন এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজান । ছেলেদের সঙ্গে তাঁরা একসঙ্গে অনেক সময় কাটান। বেড়াতে যাওয়া থেকে বাইরে খেতে যাওয়া, সিনেমা দেখা, হইহুল্লোড় করা, সবই করেন একসঙ্গে। এবারও তাই ছেলেদের সঙ্গে সিনেমা দেখে এলেন হৃত্বিক রোশন ।
ওয়েব ডেস্ক: প্রাক্তন হলেও শুধুমাত্র তা কাগজে কলমে। বিবাহ বিচ্ছেদের পর এখনও ছেলেদের জন্য সবসময় একসঙ্গে হাজির হৃত্বিক রোশন এবং তাঁর প্রাক্তন স্ত্রী সুজান । ছেলেদের সঙ্গে তাঁরা একসঙ্গে অনেক সময় কাটান। বেড়াতে যাওয়া থেকে বাইরে খেতে যাওয়া, সিনেমা দেখা, হইহুল্লোড় করা, সবই করেন একসঙ্গে। এবারও তাই ছেলেদের সঙ্গে সিনেমা দেখে এলেন হৃত্বিক রোশন ।
ছেলেদের সঙ্গে হৃত্বিক রোশন এবং সুজানের সময় কাটানোর ছবি মোটেই হাতছাড়া করেন না ফোটোগ্রাফাররা। ঠিক ক্লিক করে নেন। এবারও তেমনই হল।
প্রসঙ্গত, ১৪ বছরের বিবাহিত জীবন কাটিয়ে ২০১৪ সালে আলাদা হয়ে যান হৃত্বিক-সুজান।