ওয়েব ডেস্ক: প্রত্যেক বছর ঈদে বলিউড ভাইজান সলমন খান –র ছবি মুক্তি পাবেই। গত বেশ কয়েক বছর ধরে এমনটাই হয়ে আসছে। আর ঈদে মুক্তি পাওয়া সলমন খানের ছবি হবে ব্লক বাস্টার হিট। কিন্তু এবছর এমনটা হল না। এবছর ঈদে মুক্তি পেয়েছে ভাইজানের ছবি টিউবলাইট । অন্যান্য ছবির মতো এই ছবি মোটেই ভালো ব্যবসা করেনি। প্রসঙ্গে ছবির পরিচালক কবীর খান কী বললেন জানেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সলমন খানের অন্যান্য ছবির মতো টিউবলাইট ভালো ব্যবসা না করার পর পরিচালক কবীর খান জানালেন যে, তিনি খুবই হতাশ হয়েছেন। যখন কেউ অনেক আশা ভালোবাসা নিয়ে কোনও ছবি তৈরি করেন, সেই ছবি যখন আশানুরূপ ফল না পায়, তখন তা খুবই দুঃখজনক হয়।


কবীর খান বললেন, ‘সব ছবি বজরঙ্গী ভাইজানের মতো ব্যবসা করবে এমন নয়। এমনটা আশা করাও উচিত্‌ নয়। টিউবলাইটের জন্য আমি খুবই গর্বিত। ছবিটা কেন চলল না, অথবা ছবিটিতে কী সমস্যা হয়েছিল, তা যাচাই করার মতো সময় এখনও আসেনি। সম্ভবত মানুষ সলমন খানের চরিত্রটা ঠিক মতো ভাবে বুঝতে পারেনি। কিন্তু আমি সলমনের কাজে খুব খুশি। ও যেভাবে ছবিতে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছে, তাতে আমি খুব খুশি।’


জানেন ২ দিনে কত কোটির ব্যবসা করল রণবীর-ক্যাটরিনার ‘জগ্গা জাসুস’?


দেখে নিন টাইগার শ্রফের মুন্না মাইকেলের রুশ পোস্টার