`শিশু অবস্থায় একব্যক্তি আমাকে অশ্লীলভাবে স্পর্শ করেছিল`
ওয়েব ডেস্ক : বিস্ফোরক অক্ষয়। ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হওয়ার কথা পরবর্তীতে প্রকাশ্যে স্বীকার করেছেন এমন অনেক অভিনেত্রী আছে। এবার মুখ খুললেন 'খিলাড়ি' তারকা। স্পষ্ট জানালেন, শিশু অবস্থায় যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে।
মুম্বইতে মানবপাচার নিয়ে এক আন্তর্জাতিক সন্মেলনে বক্তব্য রাখছিলেন অক্ষয় কুমার। সেখানেই শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে অক্ষয় বলেছেন, "শিশু অবস্থায় আমাকে অশ্লীলভাবে স্পর্শ করেছিল এক ব্যক্তি।" অভিনেতা জানিয়েছেন, অভিযু্ক্ত ব্যক্তি একজন লিফটম্যান ছিলেন। ঘটনাটির সম্পর্কে তখনই বাড়িতে জানান তিনি। তাঁর বাবা থানায় অভিযোগ জানালে, গ্রেফতার করা হয় অভিযু্ক্তকে। সন্তানের সঙ্গে একারণেই খোলামেলা আলোচনা করা উচিত বলেও, জোর দেন অভিনেতা।
আরও পড়ুন, হার্ট অ্যাটাক! সলমন খানের সহ অভিনেতা ইন্দ্র কুমারের মৃত্যু, শোকস্তব্ধ বলিউড