বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী শ্রাবন্তী চ্যাটার্জি ও বেহালা পূর্বের প্রার্থী পায়েল সরকারের সমর্থনে রোড শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। অনুমতি না মেলায় তা বন্ধ হয়ে যায়। বেহালায় সভা কেন করতে দেওয়া হল না, কারণ জানতে চেয়ে প্রশ্ন মিঠুন চক্রবর্তীর । বিজেপি এলে দাঙ্গা, সন্ত্রাস হবে না, আমরা এর বিরুদ্ধে, সাংবাদিকদের বললেন মিঠুন (Mithun Chakraborty)। টালিগঞ্জে বাবুল সুপ্রিয়র হয়ে প্রচার করলেন মিঠুন চক্রবর্তী। দুজনেরই অভিযোগ সেখানেও ছিল জট। সমস্যা মিটিয়ে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর শুরু হল প্রচার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Off-shoulder গাউনে তৃণমূল সাংসদ, Nusrat -এর হট লুক কাঁপাচ্ছে সোশ্যাল মিডিয়া


টলিউড তাঁর আবেগের জায়গা, বাবুল অত্যন্ত কাছের, সেই জন্যই এই রোড শোতে পা মেলালেন মহাগুরু।  মিঠুনের মত-'বাবুল সুপ্রিয় আমার কাছে শুধু প্রার্থী নন, বাবুল আমার পাড়ার ছেলে, ও আমার কাছে আবেগ। হারা জেতার পালা নিয়ে এখনও প্রশ্ন উঠছে কেন ? তিন দফার ভোট হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে সব। বাবুল ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে মানুষের জন্য তিনি কতটা কাজ করতে পারেন। টালিগঞ্জে ও জিতলেও যে কাজ করব সে বিষয়ে আমি নিশ্চিত, কোনও প্রশ্নচিহ্ণ নেই। টালিগঞ্জ শুধু নয় টলিউডের কথাও বলছি।'



 


সাংবাদিকদের বাবুলের কাছে প্রশ্ন রাখতেই সেই প্রশ্ন প্রায় টেনে নিয়ে উত্তর দেন সুপারস্টার (Mithun Chakraborty) ,- তাঁর মতে-' আমি বারতি অ্যাডভানটেজ নিতে আসিনি, বাবুলও তা নিতে আসেনি। বাবুলের প্রতি ভালবাসায় আমি আজ ওর পাশে দাঁড়াতে এসেছি। এই ভালবাসা সবসময় ছিল, আগামী দিনও থাকবে। আর বিজেপি নিজের জায়গা ইতিমধ্যেই করে নিয়েছে, কত ভোটে জিতবে এখন শুধু এটাই দেখার।'


আরও পড়ুন: 'ধর্ম জিতলে মানুষ মরবে,মানুষ জিতলে ধর্ম বাঁচবে', নাম না করে BJP-কে খোঁচা দেবের


মিঠুন দার প্রসঙ্গে বাবুল (Babul Supriyo) বলেন-'টালিগঞ্জে বাংলার কৃতি সন্তানকে ঢুকতে দেবেনা বলে যে প্ল্যান করেছিল বিরোধী দল তা সফল হতে দিইনি। নিজে ড্রাইভ করে মিঠুন চক্রবর্তীকে সভায় নিয়ে এসেছি আমি। চলচ্চিত্রে দেখেছি অনেকবার তাঁকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছেন অনেকে, আজ কিন্তু আমার কাছেও এটা প্রাপ্তির। দাদাকে ড্রাইভ করে নিয়ে আসার এই সুযোগটা যে আমায় দিয়েছেন, সেই জন্য আমি দাদার কাছে কৃতজ্ঞ।'