নিজস্ব প্রতিবেদন : ৫১তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (International Film Festival of India) ওয়েবসাইটে ভয়ঙ্কর ভুল। সত্যজিৎ রায়ের 'সোনার কেল্লা'র প্লটে ঢুকে পড়লেন সলমন খানের 'দাবাং'। জোর বিতর্কের মুখে অবশেষে ক্ষমা চাইল IFFI-কর্তৃপক্ষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঠিক  কী ঘটেছে?


সত্যজিৎ রায়ের 'সোনার কেল্লা'র সারাংশে লেখা সলমন খানের 'দাবাং'-এর গল্প। লেখা রয়েছে 'সোনার কেল্লা' ছবির কেন্দ্রীয় চরিত্র চুলবুল পান্ডে। যিনি হাসিখুশি, নির্ভীক এবং একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত এক পুলিশ অফিসার। সৎ বাবা ও সৎ ভাই মক্ষীর সঙ্গে তার সম্পর্ক তিক্ত। কিছু ঘটনাপ্রবাহের কারণে, বিশেষ করে তিনি এক দূর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতার মুখোমুখি হওয়ার পর তার বিবেক দংশন হয়। আর এরপরই তাঁর জীবন পালটে যেতে শুরু করে।''


এখানেই শেষ নয়, আরও ভুল রয়েছে। সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্তোষ দত্ত, সিদ্ধার্থ চট্টোপাধ্যায় ও কুশল চক্রবর্তী অভিনীত 'সোনার কেল্লা'র প্রযোজক  হিসাবে অভিনেতা-পরিচালক আরবাজ খান, মালাইকা অরোরা ও ধিলীন মেহতার নামও জুড়ে দেওয়া হয়৷ নেটিজেনরাই এই স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর তা ভাইরাল হয়ে যায়৷




বিষয়টি নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মন্দার বোসের 



বিতর্কের মুখে ক্ষমা চেয়ে নেয় ৫১তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (International Film Festival of India) কর্তৃপক্ষ। লেখা হয় ''অনিচ্ছাকৃত ভুলের ক্ষমপ্রার্থী। ইতিমধ্যেই ভুল সংশোধন করা হয়েছে।''


 



করোনা আবহে এবার একটু দেরি করেই শুরু হয়েছে ৫১তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI)। তার মধ্যে শুরুর দিনেই এমন বিতর্কে কিছুটা তাল কেটেছে চলচ্চিত্র উৎসবের।