IIFA 2023, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : সামনে এল ২৩তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্য়াকাডেমি অ্যাওয়র্ডসের মনোনয়নের তালিকা। আর আশাতীতভাবেই এই তালিকায় জায়গা করে নিয়েছে 'ব্রহ্মাস্ত্র', 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি', 'ভুল ভুলাইয়া-২' । ৯ ফেব্রুয়ারি থেকে আবুধাবির ইয়াস আইল্যান্ডে শুরু হতে চলেছে এই অনুষ্ঠান। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেরার তালিকায় মনোনীত হয়েছে কোন কোন ছবি...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেরা ছবির মনোনয়ন তালিকা


ভুল ভুলাইয়া ২


ডার্লিংস


দৃশ্যম ২


গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি


বিক্রম বেদা


সেরা পরিচালকের মনোনয়ন তালিকা


আনিস বাজমি (ভুল ভুলাইয়া ২)


অয়ন মুখোপাধ্যায় (ব্রহ্মাস্ত্র পার্ট ১ : শিবা)


জসমিত কে রিন (ডার্লিংস)


সঞ্জয়লীলা বনশালি (গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)


বসন বালা (মণিকা ও মাই ডার্লিং)


আর মাধবন (রকেট্রি দ্য নম্বি ইফেক্ট)


সেরা পারফরম্যান্স (অভিনেত্রী)


ইয়ামি গৌতম ধর ( অ্যা 'এ থার্সডে')


তাবু (ভুল ভুলাইয়া ২)


আলিয়া ভাট (ডার্লিস)


শেফালি শাহ (ডার্লিংস)


আলিয়া ভাট (গাঙ্গুভাই কাঠিয়াওয়াড়ি)


সেরা পারফরম্যান্সের (অভিনেতা) মনোনয়ন তালিকা


কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ২)


অভিষেক বচ্চন (দশভি)


অজয় দেবগন (দৃশ্যম ২)


রাজকুমার রাও (মণিকা ও মাই ডার্লিং)


অনুপম খের (কাশ্মীর ফাইলস)


হৃত্বিক রোশন ( বিক্রম বেদ)


সাপোর্টিং রোল (অভিনেত্রী)


শিবা চাড্ডা (বধাই দো)


মৌনি রায় (ব্রহ্মাস্ত্র পার্ট ১ : শিবা)


নিমরত কৌর (দশভি)


তাবু (দৃশ্যম ২)


রাধিকা আপ্তে (মণিকা ও মাই ডার্লিং)


সাপোর্টিং রোল (অভিনেতা)


অভিষেক বন্দ্যোপাধ্যায় (ভেড়িয়া)


শাহরুখ খান (ব্রহ্মাস্ত্র পার্ট ১ : শিবা)


বিজয় রাজ (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)


অনিল কাপুর (যুগ যপু জিও)


শিকন্দর খের (মণিকা ও মাই ডার্লিং)


সেরা গল্প ( অরিজিনাল)


অক্ষত ঘিল্ডিয়াল ও সুমন অধিকারী (বধাই দো)


অয়ন মুখোপাধ্যায় (ব্রহ্মাস্ত্র পার্ট ১ : শিবা)


আর বালকি (চুপ)


জসমিত কে রিন ও পারভেজ শেখ (ডার্লিংস)


বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (দ্যা কাশ্মীর ফাইলস)


সেরা গল্প ( অ্যাডপটেড)


আমিল কেয়ান খান ও অভিষেক পাঠক (দৃশ্যম)


এস হুসেন জাইদি এবং জেন বোর্হেস (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)


যোগেশ চান্দেকর (মণিকা ও মাই ডার্লি)


আর মাধবন (রকেট্রি দ্য নম্বি ইফেক্ট)


পুষ্কর, গায়েত্রী, বিএ ফিদা (বিক্রম বেদ)


সেরা সঙ্গীত পরিচালক


প্রীতম (ভুল ভুলাইয়া ২)


প্রীতম (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা)


সঞ্জয় লীলা বনশালি (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)


ওফ এবং সাভেরা (গেহরাইয়াঁ)


তানিষ্ক বাগচী এবং পোজি (নিরঞ্জন ধর)


কনিষ্ক শেঠ এবং বিশাল শেলকে (জুগ্জগ জিয়ো)


সেরা প্লে ব্যাক সিঙ্গার (গায়ক)


'দেব দেবা' এর জন্য জোনিতা গান্ধী (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা)


'রসিয়া' এর জন্য শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা)


'যব সাইয়াঁ' এর জন্য শ্রেয়া ঘোষাল  (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)


'ডুবে'  এর জন্য লথিকা (গেহরাইয়াঁ)


'রঙ্গি শাড়ি' এর জন্য কবিতা শেঠ (জুগজুগ জিও) 


'কেশরিয়া' এর জন্য অরিজিৎ সিং  (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা)


'দেব দেব' এর জন্য অরিজিৎ সিং  (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা)


'গেহরাইয়াঁ' এর জন্য মোহিত চৌহান  (গেহরাইয়াঁ) 


'রঙ্গি শাড়ি' এর জন্য কনিষ্ক শেঠ (জুগজুগ জিও) 


'বেহনি দো' এর জন্য আদিত্য রাও (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট) 


'আটক গয়া হ্যায়' এর জন্য বরুণ গ্রোভার (বাধাই দো)


'কেশরিয়া' এর জন্য অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা)


এ.এম. 'যব সাইয়ান' এর জন্য তুরাজ (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) 


'গেহরাইয়াঁ' এর জন্য অঙ্কুর তেওয়ারি (গেহরাইয়াঁ) 


'বেহনি দো'  এর জন্য রাজ শেখর (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট)


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)