নিজস্ব প্রতিবেদন: প্রত্যেকবারের মতো এবারও আইফার মঞ্চে হাজির হন বলিউডের তাবড় সেলিব্রিটিরা। কেউ সবুজ কার্পেটে হেঁটে পাপারাতজির নজরে চলে আসেন, আবার কেউ মঞ্চে গিয়ে ঝলসে ওঠেন। সারা আলি খান, রণবীর সিং, সলমনদের এই তালিকায় নাম রয়েছে এবার ক্যাটরিনা কাইফেরও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন :  নাগার্জুনার বাগান বাড়ি থেকে উদ্ধার পচাগলা দেহ, জোর জল্পনা
আইফার মঞ্চে এবার 'ঠগস অফ হিন্দোস্তানের' ধুনে কোমর দোলান ক্যাটরিনা কাইফ। তিনি যখন মঞ্চে ওঠেন তখন দর্শকাশনে বসে ছিলেন সলমন খান। ক্যাটরিনার নাম ঘোষণা হতেই উঠে দাঁড়ান সলমন খান। শুধু তাই নয়, দর্শকাসনে বসেই ক্যাটরিনার নাম নিয়ে চেঁচাতে শুরু করেন তিনি। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।


আরও পড়ুন : নখের পরিচর্যার জন্যই সন্তানের জন্মের সময় পিছিয়ে দেন, জানালেন কিম



রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর ফের সলমন খানের ছাতার তলায় চলে আসেন ক্যাটরিনা কাইফ। সলমন খানের ছাতার তলায় হাজির হয়ে প্রথমে 'টাইগার জিন্দা হ্যায়' এবং পরে 'ভরত'-এর মতো সিনেমায় অভিনয় করেন ক্যাটরিনা কাইফ। শুধু তাই নয়, সলমন খানের দুই বোন আলভিরা খান এবং অর্পিতা খান শর্মার সঙ্গেও বেশ ভাল সম্পর্ক ক্যাটরিনার। অর্পিতার বাড়ির গণেশ পুজোতেও আলভিরার সঙ্গে গণপতি বাপ্পার আরাধনা করতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে।