নিজস্ব প্রতিবেদন: বলিউডে সফল পরিচালকদের তালিকায় ইমতিয়াজ আলি অন্যতম। তাঁর ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'জব হ্যারি মেট সেজল' ছবিটি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি।তবে এই ছবির জন্যই পরিচালক ইমতিয়াজ আলিকে 'টুরিস্টিক মেডেল অফ মেরিট' পুরস্কার দিল পর্তুগিজ সরকার। চলতি মাসের প্রথমেই এই সম্মান পান পরিচালক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: রবীন্দ্রনাথকে নিয়ে 'অভিনব' উদ্যোগ তামিল ডাক্তারের


পর্তুগালের অর্থমন্ত্রী ও পর্যটন সেক্রেটারি ইমতিয়াজের হাতে তুলে দেন এই সম্মান। 'জব হ্যারি মেট সেজল' ছবিতে পর্তুগালকে তুলে ধরার জন্যই সেদেশের সরকার পরিচালকের হাতে তুলে দিয়েছে এই সম্মান। লিসবন, সিন্ত্রা সহ বেশ কয়েকটি শহরে ছবির শ্যুটিং হয়েছে 'জব হ্যারি মেট সেজল' ছবির। পর্তুগালে বসবাসকারী ভারতীয়দের পাশাপাশি ভারতীয় অ্যাম্বাসাডরও উপস্থিত ছিলেন সম্মান প্রদান অনুষ্ঠানে।


পর্তুগাল সরকারের প্রতি কৃতজ্ঞ ইমতিয়াজ বলেন, "এই সম্মানের  জন্য অসংখ্য ধন্যবাদ। পর্তুগাল খুবই সুন্দর জায়গা। ফের আসব এখানে শ্যুটিংয়ের জন্য।"



আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু কিশোর অভিনেতার


প্রসঙ্গত, সম্প্রতি ইমতিয়াজের পরবর্তী ছবি  'লভ আজ কাল ২'-এর শ্য়ুটিং শেষ হয়েছে। 'লভ আজ কাল'-এর সিকুয়েল এটি। ছবিতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান ও সারা আলি খান।