অনুসূয়া বন্দ্যোপাধ্যায় : দোল খেলায় মেতেছেন টালিগঞ্জের কলা-কুশলীরা। বৃহস্পতিবার, বন্ধুর বাড়িতে দোল খেলায় মাতলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। সেখানেই ইন্দ্রাণীর সঙ্গে দোল খেলেন তাঁর বন্ধু তথা রূপ বিশেষজ্ঞ শর্মিলা সিং ফ্লোরা ও তাঁর পরিবারের সদস্যরাও। দোল খেলার পাশাপাশি ক্যামেরার সামনে গান গেয়েও শোনান অভিনেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইন্দ্রাণী হালদার বলেন, ''পুলওয়ামায় ভারতীয় শহিদ জওয়ানদের কথা মাথায় রেখে এবারে বড় করে কোনও সেলিব্রেশন করছি না। তবে পরিবারের সদস্যদের সঙ্গে যেটুকু আনন্দ না করলেই নয়, সেটুকুই করা হচ্ছে আর বেশি কিছু নয়। এদিন নিজের বাড়িতেই খাওয়াদাওয়ার ব্যবস্থা করেছে শর্মিলা, ব্যস এই টুকুই। তবে রং খেলার পাশাপাশি বিউটি টিপসও দিচ্ছে শর্মিলা (মজা করে বলেন)।''


আরও পড়ুন-



এদিন নিজের বাড়িতে হলি সেলিব্রেট করেন খ্যতনামা সঙ্গীত শিল্পী বিক্রম ঘোষ, তাঁর স্ত্রী জয়া শীল ও তাঁদের ছেলে আরব। এদিন বিক্রম ঘোষ জানান, ''দোল খেলার মূল উদ্যোগ নেন আমার স্ত্রী জয়া শীল। জয়া রং খেলতে ভীষণই পছন্দ করে। তবে আমি ভীষণই ভয় পাই। আমার সাইনাসের সমস্যা রয়েছে। তাই জল রং খেলায় সমস্যা হয়। তবে আবীর খেলি।''



এদিকে জয়া শীল বলেন, '' আমি ছোট থেকেই গুয়াহাটিতে বড় হয়েছি। ওখানে মাড়োয়ারি সোসাইটি হলি খেলতাম, তখন থেকেই অভ্যাস, সেই অভ্যাস ছাড়িও নি। আমার ছেলে ধিতাং (আরব) খুব মজা করছে। পাশাপাশি আজ আমার মায়ের জন্মদিন, তিনিও এখানে রয়েছেন।''


আরও পড়ুন-রং খেলায় মাতলেন ঋতুপর্ণা সেনগুপ্ত