নিজস্ব প্রতিবেদন : একেই বোধহয় বলে কারোর পৌষমাস তো কারোর সর্বনাশ। এই যেমনটা হল, রণবীর সিং ও হৃত্বিক রোশনের মধ্যে। কাঁধে গুরুতর চোট রণবীরের। তাই IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানে হয়ত রণবীরের পক্ষে পারফর্ম করা সম্ভব নাও হতে পারে? শোনা যাচ্ছে, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে রণবীরের জায়গা নিতে চলেছেন হৃত্বিক রোশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ৭ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানে রণবীর সিংয়ের পারফর্ম করার কথা ছিল। শোনা যাচ্ছিল, অনুষ্ঠানে মাত্র ১৫ মিনিট পারফর্ম করার জন্য ৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। তবে রণবীরের এই আহত হওয়ার খবরে সব পরিকল্পনা ওলটপালট হয়ে গেছে। হয়ত রণবীর এই টাকা এবার যেতে চলেছে হৃত্বিকের ঘরে! তবে হৃত্বিককে ঠিক কত টাকা পারিশ্রমিক দেওয়া হবে তা হয়তা জানা যায় নি। তবে হৃত্বিকের পারফর্ম করার খবরে অবশ্য খুশি তাঁর ভক্তরা।


এদিকে রণবীরের চোট লাগার বিষয়ে তাঁর অভিনেতার মুখপাত্র জানিয়েছেন, ''একটা ফুটবল ম্যাচ খেলার সময় রণবীর সিংয়ের কাঁধে এই চোট লেগেছে। চিকিৎসক তাঁকে একমাস বিশ্রাম নিতে বলেছেন। যদিও তিনি এর জন্য 'গলি বয়' এর শ্যুটিং বন্ধ করেননি। শ্যুটিংয়ের সিডিউল মতোই কাজ করছেন রণবীর। তবে তিনি আইপিএলের পারফর্ম করবেন কিনা সেবিষয়ে তিনি চিকিৎসকের পরামর্শ মতোই  সিদ্ধান্ত নেবেন।''


তবে শুধু হৃত্বিক কিংবা রণবীরই নন।  IPL-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে আরও অনেক বলিউড তারকাকেই। অনুষ্ঠানে থাকছেন বরুণ ধাওয়ান, জ্যাকলিন ফার্নান্ডেজ।


আরও পড়ুন- উল্টো বই ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড শুভশ্রী