বিকি কৌশলকে জড়িয়ে ধরলেন ক্যাটরিনা? প্রকাশ্যে গোপন ছবি
ক্যাটরিনার ফ্যান পেজের তরফে আরও বেশি করে উসকে দেওয়া হয় জল্পনা
নিজস্ব প্রতিবেদন : বিকি কৌশলকে জড়িয়ে ধরলেন ক্যটরিনা কাইফ? সম্প্রতি ক্যাটরিনার একটি ছবি প্রকাশ্যে আসার পর থেকেই জোর গুঞ্জন শুরু হয়ে যায়। ওই ছবি প্রকাশ্যে আসার পর ক্যাটরিনার একটি ফ্যান পেজের তরফে জল্পনা উসকে দেওয়া হয় আরও বেশি করে। যেখানে বিকির সঙ্গ পেয়ে ক্যাটরিনা (Katrina Kaif) খুশি বলে ক্যাপশন জুড়ে দেওয়া হয়। যদিও বিকি কৌশলের সঙ্গেই ক্যাটরিনা কাইফ রয়েছেন কি না, সে বিষয়ে নায়িকা কোনও মন্তব্য করেননি। তবে বিকি কৌশলের হলুদ টিশার্ট পরা ছবির সঙ্গে ক্যাটরিনার একটি ছবির কোলাজ করে জল্পনা উসকে দেওয়া হয় আরও বেশি করে।
দেখুন...
বেশ কিছুদিন ধরেই ক্যাটরিনা কাইফের সঙ্গে বিকি কৌশলের (Vicky Kaushal) সম্পর্ক নিয়ে জোরদার গুঞ্জন শুরু হয়। এমনকী, লকডাউনের মধ্যে ক্যাটের সঙ্গে দেখা করতে বিকি অভিনেত্রীর ফ্ল্যাটে ছুটে যান বলেও খবর ছড়ায়। যদিও বিষয়টি অস্বীকার করেন ক্যাট, বিকি দুজনেই। ক্যাটরিনার সঙ্গে তাঁর বন্ধুত্বের বাইরে অন্য কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন বিকি কৌশল।
আরও পড়ুন : সুখী দাম্পত্যের আড়ালে নুসরতের পরকীয়া, প্রকাশ্যে 'ডিকশনারির' ট্রেলার
প্রসঙ্গত রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে বিচ্ছেদের পর সলমন খানের ছত্রছায়ায় ফিরে আসেন ক্যাটরিনা। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পর সলমনের সঙ্গে টাইগার জিন্দা হ্যায় এবং ভারত, পরপর দুটি সিনেমায় স্ক্রিন শেয়ার করেন ক্যাটরিনা। যদিও সলমনের (Salman Khan) সঙ্গে ছবি করলেও, ক্যাটরিনার মন যে বিকি কৌশলের উপর পড়ে রয়েছে, তা বার বার প্রকাশ্যে আসতে শুরু করে। এমনকী, গত বছর দিপাবলি পার্টিতে ক্যাটরিনা এবং বিকি কৌশলকে একান্তে সময় কাটাতেও দেখা যায়। যে ছবি প্রকাশ্যে আসতেই ফের জোরদার জল্পনা শুরু হয়ে যায়।